দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাদুড় বোমা !


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী এই ধরনের বোমা ব্যবহার করতো। প্রত্যেক বোমায় থাকত ৪০টি ঘুম পাড়িয়ে রাখা বাদুড়। প্রত্যেক বাদুড়ের দেহে বাঁধা থাকত একটি করে ছোট আকারের বোমা। এরপর বাদুড় বোমাটিকে শত্রুপক্ষের এলাকায় নিয়ে ফেলে দিলে সেখান থেকে বাদুড়গুলো বাড়িঘরে উড়ে যেত এবং সেখানে গিয়ে ধ্বংসযজ্ঞ করত।আসলে এই বোমায় তেমন ক্ষতি হতো না তবে এর কারনে সাধারন জনগন বেশ ঝামেলায় পড়তো যার ফলে সাধারন জনতার মধ্যে যুদ্ধ বিরোধী এবং সরকার বিরোধী একটা মনোভাব তৈরি হতো। এটাকে বাদুড় প্লাস কূটনৈতিক বোমা বললে সবচেয়ে মানানসই নাম হয়।


Powered by Blogger.