দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হওয়া ড্যাজেল ক্যামো
pictue| internet |
ডিজিটাল ক্যামো এবং ড্যাজেল ক্যামো৷ একটি ভবিষ্যৎ অন্যটি অতীত৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হওয়া ড্যাজেল ক্যামো তৈরি হয়েছিল মূলত সমুদ্রে শত্রুপক্ষের চোখকে ফাকি দেওয়ার জন্য৷ মানুষের চোখের পক্ষে সাগরের ঢেউ এর মাঝে এরকম ড্যাজেল ক্যামো দেওয়া জাহাজ এর অবস্থান নির্ণয় করতে বেশ বেগ পোহাতে হত। অনেক ক্ষেত্রেই এই ক্যামোর কারণে ভুল ভাল টর্পেডো মারার কারণ এ অনেক জাহাজই ধংস্বের হাত থেকে বেচেছে৷
আর ডিজিটাল ক্যামো হচ্ছে আধুনিন ক্যামো৷ এই ক্যামো গুলোতে দুই বা তার অধিক স্কেলের প্যাটার্ণ একসাথে মিলিয়ে প্রিন্ট করা হয়। আর এটা করা হয়ে থাকে কম্পিউটারের সাহায্যে৷ বেশ বড় বড় পিক্সেলের কারণে একে দূর থেকে নির্ণয় করা বেশ কষ্ট। প্রথম ডিজিটাল ক্যামো ইস্যু করে কানাডিয়ান আর্মি৷ এরপরে প্রায় প্রতিটা শক্তিশালী দেশই এ নিয়ে কিছু হলেও কাজ করেছে। যদিও এখনো এর সক্ষমতা প্রশ্নবিদ্ধ। তবে ভবিষ্যতে হয়ত আমরা সকল যুধাস্ত্রেই ডিজিটাল জ্যামো দেখবো!