ভারতের মধ্যপ্রদেশে পাথর ছোড়া উৎসবে আহত ৪০০


ভারতের মধ্যপ্রদেশে ঐতিহ্যবাহী পাথর ছোড়া উৎসব ‘গোতমার’ পালন করতে গিয়ে তা রক্তাক্ত চেহারায় রূপ নিয়েছে।
শনিবার (৩১ আগস্ট) প্রদেশটির ছিন্দওয়ারা জেলার এ ঘটনায় চার শতাধিক মানুষ আহত হয়েছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশ জানায়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সত্ত্বেও এতে হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। তাদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজন চোখে গুরুতর আঘাত পেয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চার শ’ বছর ধরে চলে আসছে এই ঐতিহ্যবাহী ‘গোতমার’। প্রথা অনুযায়ী জাম নদীর দুইপাশে সওয়ারগাঁও ও পান্ধুরনা গ্রামের বাসিন্দারা দুটি ভাগে ভাগ হয়ে শুরু করেন একে অপরকে পাথর ছোড়ার খেলা। এই পাথর ছোড়ার মধ্যে যে গ্রামের বাসিন্দারা নদীর বুকে লাগানো পতাকা আগে দখল করতে পারবেন, সেই গ্রাম জয়ী বলে বিবেচিত হবে।
শনিবার এই খেলা খেলতে গিয়ে চার শতাধিক মানুষ আহত হন। খেলায় এ বছর জয়ী হয়েছে পান্ধুরনা গ্রাম। গোতমারের আক্ষরিক অর্থ পাথর ছোড়া। স্থানীয় ভাষায়, গোত অর্থ- পাথর আর মার অর্থ ছোড়া।
Powered by Blogger.