নারী পাইলট ককপিট ক্যানোপি খুলতে না পারায় ১ লাখ ৮০ হাজার ডলার ক্ষতি
২০০৬ সালের ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ল্যাংলি এয়ারবেজে ল্যান্ড করা ৫ম প্রজন্মের যুদ্ধবিমান এফ-২২ এর একজন পাইলট বিমানের ককপিটে আটকা পড়েছিলেন।কেননা তিনি কোনোভাবেই ভিতর থেকে ককপিট ক্যানোপি খুলতে পারছিলেন না, সেটি লকড হয়ে গিয়েছিল!!
পরে বাধ্য হয়ে ফায়ার সার্ভিসের লোকদের ডাকা হয় এবং তারা করাত দিয়ে ক্যানোপি কেটে পাইলটকে বের করেন।
এ ঘটনায় যুদ্ধবিমানটি মেরামত করতে ১ লাখ ৮০ হাজার ডলার খরচ হয়েছিল 🙈
ছবিতে এফ-২২ এর জনৈক খালাম্মা পাইলট!
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- click here