বাংলাদেশ সেনাবাহিনীর FN-16 পোর্টেবল এয়ার ডিফেন্স

N-16 man portable air defence system (MANPADS)


বাংলাদেশ সেনাবাহিনীতে চীনের তৈরি FN-16 man portable air defence system (MANPADS) ব্যবহৃত হয়।মূলত FN-6 এর আপগ্রেড ভার্সন হলো FN-16. FN-6 এর রেঞ্জ ছিলো প্রায় ৩.৫ কিলোমিটার যেখানে FN-16 এর ফায়ারিং রেঞ্জ ৬ কিলোমিটার।

বাংলাদেশ সেনাবাহিনী শুরুতে চীন হতে এই man portable air defence system (MANPADS) ক্রয় করলেও পরবর্তীতে চীন হতে TOT নিয়ে দেশেই তৈরি করা শুরু করে।মূলত চাহিদা অনুযায়ী তৈরি করা হয় এবং অনেক সময় চাহিদা থেকে উৎপাদনের গতি কম থাকলে তখন আমদানির প্রয়োজন দেখা দেয়।

চীন,বাংলাদেশ,মালেশিয়া, পাকিস্তান, কম্বোডিয়া ছাড়াও আরো বেশ কয়েকটি দেশ এটি ব্যবহার করে তবে শুনলে অবাক হবেন Islamic State of Iraq and the Levant এটি ব্যবহার করে।

Powered by Blogger.