বাংলাদেশের ব্যাবহৃত চার আসন বিশিষ্ট ট্রেনিং লাইট এয়ারক্রাফট

 

Diamond DA40 Diamond Star

Diamond DA40 Diamond Star হলো বাংলাদেশ সামরিক বাহিনী এর ব্যাবহারকৃত একটি চার আসন বিশিষ্ট ট্রেনিং লাইট এয়ারক্রাফট। অস্ট্রিয়া এবং কানাডার যৌথ ভাবে তৈরি এই ট্রেনিং এয়ার ক্রাফটি। এটিতে AE300 অস্ট্রিয়ার তৈরি ১৬৮ হর্স পাওয়ার এর ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে।

Diamond DA40 হলো DA20 এয়ারক্রাফট এর আপগ্রেডেড ভার্সন। এটি সর্বপ্রথম ০৫ নভেম্বর ১৯৯৭ সালে সার্ভিসে আসে এবং ১৯৯৭-২০২০ ডিসেম্বর মাস পর্যন্ত এই এয়ারক্রাফট এর নির্মান সংখা ২২০০ এর অধিক।
Diamond DA40 Diamond Star

একনজরে লাইট-এয়ারক্রাফটির অন‌্যান‌্য তথ‌্য:

এয়ারক্রাফটি সর্বোচ্চ ২৮৫ কিমি/ঘন্টা গতি দিতে সক্ষম।
দৈর্ঘ্য-৮.১ মিটার বা ২৬ ফিট উচ্চতা- ১.৯৮ মিটার বা ৬ ফিট ,ওজন-৭৯৫ কেজি।
ওজন বহন করার সক্ষমতা -১১৯৮ কেজি।
অপারেশনাল রেঞ্জ-১৩৪১ কিমি, এবং ১৬০০০ হাজার ফিট উচ্চতায় ওড়ার সক্ষমতা রয়েছে।

বাংলাদেশ সামিরিক বাহিনী তে বর্তমানে ৪ টি Diamond DA40 সার্ভিসে রয়েছে এবং আরো ২ টি খুব শিঘ্রই যুক্ত হবে।


নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here

সাবস্ক্রাইব করুন আমাদের  ইউটিউব চ‌্যানেল Shohan MonsteR

Powered by Blogger.