চেরনোবিলে ফেলে রাখা হেলিকপ্টার-ট্যাংক-এপিসির বিশাল কবরস্থান!

 

ইউক্রেরের প্রাইপেত শহর

১৯৮৬ সালের ২৬ এপ্রিল সোভিয়েত ইউনিয়নের (বর্তমান ইউক্রেরের প্রাইপেত শহর) চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে মানবজাতির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা সংঘটিত হয়। এরপর চেরনোবিলের চারপাশের ২,৬০০ বর্গ কি.মি.অঞ্চলকে 'নিষিদ্ধ অঞ্চল' হিসেবে ঘোষণা করা হয়।

ইউক্রেরের প্রাইপেত শহর

আগুন নেভানোর কাজে ব্যবহৃত দমকল বাহিনীর ট্রাক, প্রকান্ড এমআই-৮, এমআই-২৬এস হেলিকপ্টারসহ সেখানকার একটি মিলিটারি বেজে থাকা হাজারখানেক ট্যাংক, এপিসি, মিলিটারি ট্রাক, এ্যাম্বুলেন্স তেজস্ক্রিয় হয়ে পড়ে এবং এদেরকে একটি খোলা জায়গায় পরিত্যাক্ত অবস্থায় ফেলে রাখা হয়। এই জায়গাটি বর্তমানে সমরাস্ত্রের কবরস্থান হিসেবে পরিচিত।

© লেখা: সমরাঙ্গন অবলম্বনে এম আর নাইন।


নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here

সাবস্ক্রাইব করুন আমাদের  ইউটিউব চ‌্যানেল Shohan MonsteR


Powered by Blogger.