কাওয়াসাকি ওএইচ-১ ।





কাওয়াসাকি ওএইচ-১ যা এর একমাত্র ব্যবহারকারী রিকুজু জিয়েতাই বা জাপান গ্রাউন্ড সেল্ফ ডিফেন্স ফোর্সের সৈন্যদের কাছে 'নিনজা' নামেই বেশি পরিচিত। এগুলো মূলত স্কাউট হেলিকপ্টার হিসেবে ডিজাইন করা হয়েছে কিন্তু এতে থাকা চারটি হার্ড পয়েন্টে এটি গাইডেড/আনগাইডেড রকেট, অ্যান্টি ট্যাংক মিসাইল ও এয়ার টু এয়ার মিসাইলও বহন করতে সক্ষম যদিও এতে এই হার্ডপয়েন্ট গুলো রাখা হয়েছে মূলত ড্রপট্যাংকের মাধ্যমে অতিরিক্ত ফুয়েল বহন করার জন্য। বিভিন্ন রকমের মিসাইল বা রকেট বহনে সক্ষম হলেও এই হেলিকপ্টার গুলোতে কিন্তু কোন বন্দুক নেই। এগুলো ২০০০ সালে সর্বপ্রথম সার্ভিসে প্রবেশ করে এবং বর্তমানে ৩৮-৪০টি হেলিকপ্টার সার্ভিসে রয়েছে.....
Powered by Blogger.