আকাশ' ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীর ব্যবহৃত একটি মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম।


'আকাশ' ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীর ব্যবহৃত একটি মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম। এই মিসাইল সিস্টেমটি সর্বপ্রথম ২০০৯ সালে সার্ভিসে আসে এবং বর্তমানে বিমান বাহিনীতে ৮ স্কোয়াড্রন ও সেনাবাহিনীতে ১০-১২ স্কোয়াড্রন মিসাইল সার্ভিসে রয়েছে। এই সিস্টেমের মিসাইলগুলো প্রায় ৩০ কিলোমিটারের মধ্যে ও ১৮ কিলোমিটার উচ্চতায় থাকা মোটামুটি যেকোন বিমান ধ্বংস করতে সক্ষম। এই মিসাইলগুলোতে তরল জ্বালানী ব্যবহৃত হয় ও উন্নতমানের র‍্যামজেট ইঞ্জিন লাগানো হয়েছে ফলে এগুলো এর ৩৫ সেকেন্ডের পুরো ফ্লাইট টাইমেই ফুল থ্রাস্ট প্রদান করতে সক্ষম যা এদের বেশি অ্যাকুরেসি ও ম্যানুভারিটি প্রদান করে। এছাড়াও এগুলোতে কমান্ড গাইডেন্স সিস্টেম রয়েছে যা এর অ্যাকুরেসি আরও বাড়িয়ে দেয়। ডিআরডিও এর দাবি অনুযায়ী এই মিসাইল সিস্টেমের একটি মিসাইল ৮৬ শতাংশ কার্যকর কিন্তু একসাথে দুইটি মিসাইল লঞ্চকরা হলে এটি ৯৮ শতাংশ পর্যন্ত কার্যকরী ভাবে কোন টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। এই সিস্টেমের প্রতিটি মিসাইল লম্বায় ৫.৭ মিটার ও প্রস্থে ৩৫ সেন্টিমিটার এবং ৫০-৫৫ কিলোগ্রামের ওয়ারহেড সহ লঞ্চ ওয়েট প্রায় ৭২০ কিলোগ্রাম। তবে এর বিশেষ সুবিধা হলো এটি দামে খুবই সস্তা এবং এর যেকোন প্রতিদ্বন্দীর তুলনায় এর দাম প্রায় অর্ধেক।
এখন আসা যাক মূল কথায়, এই মিসাইলগুলো এতটা কার্যকর ও নির্ভরযোগ্য হওয়ার পিছনে একটি গোপন কারণ রয়েছে। ভারতের দাবি অনুযায়ী এটি সম্পূর্ণভাবে তাদের নিজেদের ডেভেলাপমেন্ট ও তৈরী করা। কিন্তু বাস্তবে এটি হচ্ছে রাশিয়ান '২কে১২ কেইউবি' মিসাইল সিস্টেমের একটি ভারতীয় কপি। আকাশ সিস্টেমের মিসাইলটি '২কে১২' সিস্টেমে ব্যবহৃত '৩এম৯এম৪' মিসাইলটির টার্মিনাল সেমি অ্যাক্টিভ রাডার হোমিং ব্যাতীত একটি মডিফায়েড ভার্সন। এমনকি এই আকাশ মিসাইল সিস্টেমটির লঞ্চিং প্ল্যাটফর্ম হচ্ছে স্থানীয়ভাবে তৈরী রাশিয়ান টি-৭২ ট্যাংকের চেসিসের মডিফায়েড রূপ। যাইহোক ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরী(!) এই মিসাইল সিস্টেম নিয়ে ভারতীয়রা অত্যন্ত গর্বিত এবং এর এতসব আধুনিক বৈশিষ্ট্যের জন্য অনেক ভারতীয় বিশেষ অজ্ঞের মতে এই আকাশ সিস্টেমটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার তৈরী অ্যান্টি ব্যালেস্টিক ক্ষমতা সম্পন্ন এমআইএম-১০৪ প্যাট্রিওট মিসাইল সিস্টেমের থেকে অনেক উন্নত এবং যেসব দেশ এই প্যাট্রিওট মিসাইল ব্যবহার করে তারা হচ্ছে "বাঞ্চ অফ জার্কস" এবং সেই সকল ইডিয়টদের উচিৎ আকাশ সার্ফেস টু এয়ার সিস্টেম ক্রয় করা.....


Powered by Blogger.