মিস্ট্রাল ক্লাস হেলিকপ্টার ক্যারিয়ার বা এমফ্লিবিয়াস এসল্ট শীপ।

৩টি মিস্ট্রাল ক্লাস হেলিকপ্টার ক্যারিয়ার বা এমফ্লিবিয়াস এসল্ট শীপ।
ফ্রান্স এর নৌবাহিনীর ৩ টি "মিস্ট্রাল ক্লাস হেলিকপ্টার ক্যারিয়ার বা এমফ্লিবিয়াস এসল্ট শীপ" একসাথে। এই ছবিটি অনেক রেয়ার, কারন আলাদা আলাদা রিজোনে মোতায়েন থাকায় একসাথে ৩ টা মিস্ট্রাল কে প্রায় কখনওই দেখা যায় না। এই রকম ৩ টি জাহাজ ফ্রান্স এর নৌবাহিনীরর কাছে আছে এবং খুব শীঘ্রই মিশর এই ক্লাস এর ২ টি জাহাজ এর মালিক হতে চলেছে। এই জাহাজ গুলো এক সাথে ৯০০+ সৈন্য,, ৫৯ টা ভেহিকেল যার ভেতর ১৩+ ট্যাংক ও বহন করা যায়, ১৬ টি হেভী অথবা ৩৫ টি লাইট হেলিকপ্টার বহন করতে পারে এছাড়াও এই জাহাজ ২ টি বড় ল্যান্ডিং-ক্রাফট এবং ৪টি ছোট ক্রাফট বহন করে। এর ডেক থেকে এক সাথে ৬ টি হেলিকপ্টার উড্ডয়ন ও ল্যান্ডিং করতে পারবে। এর নিজেশ্য সুরক্ষা ব্যবস্থা বলতে এতে আছে "২টি কিউস" এবং ৪ টি হেভি-মেশিন গান।


Powered by Blogger.