রাশিয়ার পরবর্তী প্রজন্মের স্ট্রেজিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট Pak Ta।



রাশিয়ার পরবর্তী প্রজন্মের স্ট্রেজিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট Pak Ta।

Pak TA হচ্ছে রাশিয়ার পরবর্তী প্রজন্মের স্ট্রেজিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটের সব গুলো বিষয় চোখ ধাধানো।এই এয়ারক্রাফট টি বিশ্বের সবচেয়ে বড় পরিবহন এয়ারক্রাফট।এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এটি হবে বিশ্বের প্রথম স্টিলেথ ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটে যেসব প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে, তা এর আগে কোন পরিবহন এয়ারক্রাফটে ব্যাবহার করা হয় নি।এটির ইন্জিন সংখ্যা হবে ৩টি।

রাশিয়ার পরবর্তী প্রজন্মের স্ট্রেজিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট Pak Ta।


এটি ২০০০ কি মি গতিতে ২০০ - ২৩০ টন মালামাল নিয়ে একটানা ৭০০০ কি মি পথ পাড়ি দিতে পারবে কোন রিফুয়েলিং ছাড়া। এটি আর্মাটা হেবি মিসাইল ট্যাংক, আর্টিলারি, স্যাম সিস্টেম, ফাইটিং ভেকিহল,মাল্টিপল রকেট লান্চ সিস্টেম, সৈন্য ইত্যাদি বহন করতে পারবে। ২০২৪ সালের মধ্যে এরকম ৮০ টি এয়ারক্রাফট রাশিয়া সার্ভিসে আনবে। এয়ারক্রাফট গুলো সার্ভিসে আসার পর রাশিয়া ৭ ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোন দেশে সৈন্য ও অনন্য মিলিটারি সরন্জাম পাঠাতে পারবে। এই এয়ারক্রাফটের ‪‎একটি_বহর‬(কয়েক টি) এক সাথে ৪০০ টি আর্মাটা ট্যাংক অথবা ৯০০ টি লাইট আর্মার ভেকিহল বহন করতে পারবে। সবচেয়ে চোখ ধাধানো বিষয় হচ্ছে এটি এত পে-লোড নিয়ে যে কোন স্থানে ল্যান্ড করতে পারবে, মানে ভার্টিকেল ল্যান্ডিং।
Powered by Blogger.