R-36 আন্ত-মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল বা (ICBM)।



এটি ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের আমলে তৈরি এক আন্ত-মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল বা (ICBM)।
১৯৭৪ সাল থেকে এখন পর্যন্ত এটি সার্ভিসে আছে। Russian Strategic Rocket Forces এটিকে ব্যবহার করে। এই মিসাইল মুলত তৈরি করা হয়েছিল আমেরিকাকে কাউন্টার করার জন্য।
মিসাইলটির ওজন প্রায় ২০০ টন যা প্রায় ১০৬ ফিট লম্বা।
১৬ হাজার কিলোমিটার পর্যন্ত যেকোন বস্তুকে এটি নির্ভুলভাবে ঘায়েল করতে সক্ষম।
এর গতি প্রায় মাক ২৩+ বা সেকেন্ডে ৮ কিমি যা অবাক করার মত এক গতি।
নিউইয়র্ক শহরকে ৫ মিনিটে ধ্বংস করতে পারবে এই মিসাইল কারন এতে ২০ মেগাটন( 20000000000 kg) পারমানবিক ওয়ারহেড স্তাপন করা সম্ভব।উল্লেখ্য জাপানের হিরোশিমাতে যে পারমানবিক বোমা ফেলা হয়েছিলো তা ছিলো 4,400 kg । এটি মূলত সাইলো বেসড ICBM. আন্ত-মহাদেশীয় মিসাইলগুলোর মধ্যে এটি মারাত্তক ভয়ানক মিসাইল এবং সর্বচ্চ পাল্লার ICBM ও এটি।
Powered by Blogger.