সেনাবাহিনী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ন তথ্যঃ-



সেনাবাহিনীতে কত ধরনের বিভাগ (কোর) রয়েছে ?
সেনাবাহিনীর বিভাগ বা কোর গুলোর নাম খুব
সংক্ষিপ্ত এবং সহজবোধ্য করে নিচে দেয়া হল:-
১. আর্মার্ড – ট্যাঙ্ক বা সাঁজোয়া বাহিনী
২. আর্টিলারি – কামান বা গোলন্দাজ
বাহিনী।
৩. সিগন্যালস – এরা ওয়্যারলেস, টেলিফোন, রাডার ইত্যাদির মাধ্যমে যোগাযোগ স্থাপন ও রক্ষা করে।
৪. ইঞ্জিনিয়ার্স – এরা যাবতীয়
ইঞ্জিনিয়ারিং কাজ ছাড়াও পদাতিক
বাহিনীর কাজও করতে সক্ষম।
৫. ইনফ্যান্ট্রি – পদাতিক বাহিনী
৬. আর্মি সার্ভিস কোর – এরা সেনাবাহিনীর ফ্রেশ এবং ড্রাই রেশন, গাড়ি, চলাচলের তেল ইত্যাদি সরবরাহ করে।
৭. এএমসি (আর্মি মেডিক্যাল কোর) –
সেনাসদস্য ও তার পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করে।
৮. অর্ডন্যান্স – যুদ্ধ ও শান্তিকালীন
সময়ে ব্যাবহারের জন্য বিভিন্ন সাজ
সরঞ্জাম,পোষাক,নিত্য ব্যাবহারের দ্রব্য
সামগ্রী সরবরাহ করে।
৯. ইএমই (ইলেক্ট্রিক্যাল এ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর) – বিভিন্ন ধরণের যন্ত্র তৈরি ও গাড়িসহ অন্যান্য বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের মেইন্ট্যানেন্সের কাজ করে
১০. মিলিটারি পুলিশ – এরা সেনানিবাসের ভেতর পুলিশিং, ট্রাফিক নিয়ন্ত্রন ইত্যাদি কাজে নিয়োজিত থাকে।
১১. এইসি (আর্মি এডুকেশন কোর) –
সেনাবাহিনীর বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানে শিক্ষকতা করে।
এছাড়াও আর্মি ডেন্টাল কোর, রিমাউন্ড
ভেটেরেনারী এ্যান্ড ফার্ম কোর ,
ক্লারিক্যাল কোর ইত্যাদি আরও কিছু ছোটখাট কোর বা বিভাগ রয়েছে ।
অনেক সময় আমরা সামরিক
বাহিনী নিয়ে এতো কথা বলি অথচ অনেকেই জানি না একটি প্লাটুনে বা ব্যাটালিয়নে অথবা আর্মি গ্রুপে কতজন সৈন্য নিয়োজিত থাকে এবং কার তত্ত্বাবধায়নে থাকে আর তাই আজকে বাংলাদেশ আর্মি সম্পর্কে কিছু তথ্য জেনে নিন
_________________________________
এর ফলে যুদ্ধ, অপারেশন ও
অভিযানে কতজন সৈন্য নিয়োজিত
থাকে তা জানতে সাহায্য করবে।
উপমহাদেশের অনেক দেশই ব্রিটিশদের দেওয়া পদমর্যাদা এবং আমেরিকান মডেলে রাঙ্ক তৈরি করে এবং বাংলাদেশও এর ব্যতীত নয়।
একনজরে এর বৈশিষ্ট্যগুলো
✘ফিল্ড মার্শাল : এটা আর্মিদের সবচেয়ে বড় পদাবলী তার নেতৃত্বে দুইটি আর্মি গ্রুপে প্রায় চার লক্ষের অধিক সৈন্য নিয়োজিত থাকে যা সামরিক বাহিনীতে রিজিয়ান
নামে পরিচিত।
✘জেনারেল : তার নেতৃত্বে থাকে দুই
লক্ষের অধিক সৈন্য এবং দুইটি আর্মি ইউনিট নিয়োজিত থাকে একে বলা হয় আর্মি গ্রুপ।
✘জেনারেল : দুইটি কোর ইউনিট সহ
পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ সৈন্য
নিয়োজিত থাকে এবং এর আর্মি।
✘লেফটেনেন্ট জেনারেল : দুইটি ডিভিশনের প্রায় তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার সৈন্য থাকে এবং এর নাম বলা হয়. কোর।
✘মে.জেনারেল : ২ -৪ টি রেজিমেন্ট
নিয়ে গঠিত হয় একটি ডিভিশন এবং এর সৈন্য সংখ্যা বিশ -তিরিশ হাজার।
✘বি.জেনারেল : তিনশো থেকে পাঁচশো জন সৈন্য নিয়ে গঠিত হয় একটি ব্রিগেড যার ভিতরে থাকে তিন থেকে ছয়টি ব্যাটালিয়ন।
✘বিগ্রেডিয়ার /কর্ণেল : যার অধীনে থাকে দুইশো হতে তিনশো সৈন্য এবং এটি দুই বা তিনটি ব্যাটালিয়ন নিয়ে গঠিত। এর নাম রেজিমেন্ট।
✘লে.কর্ণেল : যার নেতৃত্বে থাকে দুই-ছয়টি কোম্পানি এবং এই কোম্পানি নিয়ে গঠিত একটি ব্যাটালিয়ন এবং সৈন্য একশো হতে তিনশো।
✘মেজর/কাপ্টেন : সত্তর হতে আড়াইশো সৈন্য নিয়ে গঠিত ও দুই থেকে আট প্লাটুন নিয়ে তৈরি হয় কোম্পানি।
✘লেফটেনেন্ট : দুইয়ের অধিক স্কোয়াডে পচিঁশ থেকে ষাট জন দলে বিভক্ত হয়। একে বলা হয় প্লাটুন।
Powered by Blogger.