ইউনাইটেড স্টেটস এয়ারফোর্সের লাইট ওয়েট ফাইটার প্রোগ্রামে ওয়াইএফ।
ওয়াইএফ। |
ইউনাইটেড স্টেটস এয়ারফোর্সের লাইট ওয়েট ফাইটার প্রোগ্রামে ওয়াইএফ-১৭ এর বিরুদ্ধে জয় লাভের পর ওয়াইএফ-১৬ এফ-১৬ হিসেবে এয়ারফোর্সে সার্ভিসে প্রবেশ করে। সেসময় ইউএস নেভির প্রধান ফাইটার ছিল এফ-১৪ টমক্যাট। কিন্তু এই টমক্যাটে কিছু সমস্যা থাকায় ও মেনটেন্যান্স অনেক ব্যায় ও সময়সাপেক্ষ হওয়ার নেভি এর পাশাপাশি আরও একটি লাইট ফাইটার সার্ভিসে আনার চিন্তাভাবনা শুরুকরে। তখন জেনারেল ডাইনামিকস তাদের এফ-১৬ এর একটি ন্যাভাল ভার্সন মডেল ১৬০০ তৈরী করে। এই মডেল ১৬০০ এয়ারক্রাফটগুলো পার্ফমেন্সের দিকথেকে সাধারণ এফ-১৬ এর সমানই ছিল শুধু এতে আরও শক্ত স্ট্রাকচার, শক্তিশালী ল্যান্ডিং গিয়ার ও অ্যারেষ্টিং হুক ছিল। কিন্তু এবার এই মডেলটি ওয়াইএফ-১৭ এর কাছে হেরে যায়। এর মূল কারণ ছিল নেভি একটি দুই ইঞ্জিন বিশিষ্ট ফাইটার চাচ্ছিল আর এফ-১৬ ছিল এক ইঞ্জিন বিশিষ্ট। এই ওয়াইএফ-১৭ পরে এফ-১৮ হিসেবে নেভির সার্ভিসে প্রবেশ করে ও এয়ারফোর্সের প্রধান লাইট ফাইটার এফ-১৬ তার হেরে যাওয়া প্রতিদ্বন্দীর কাছে পরাজিত হয়.....