চীনারা এবার তৈরি করে বসেছে রাশিয়ান SU-34 এর চীনা কপি J-17 ।।
চীনারা এবার তৈরি করে বসেছে রাশিয়ান SU-34 এর চীনা কপি J-17 ।। |
চীন এবার তাদের বহরে থাকা ফ্লানকার ফ্যামিলির উপর ব্যাসিস করে ফ্লানকার এর এডভান্সড বম্বার/স্ট্রাইক ভার্সন ডেভেলপড করেছে। এর কাঠামোগত দিক দিয়ে দেখে বোঝা যাচ্ছে যে এটি SU-34 Fullback এর কপি(অন্ততপক্ষে কাঠামোগত দিক দিয়ে)। চীনের বিভিন্ন ওয়েবসাইট এর মাধ্যমে জানা গেছে যে J-11 এবং J-15 এর উপর বেস করে এই নুতুন J-17 তৈরি করা হয়েছে।
.
♦♦♦ তবে চীনা এই J-17 রাশিয়ান SU-34 থেকে বেশ কিছুটা আলাদা ধরনের। SU-34 যেখানে লো-লেভেল স্ট্রাইক ফাইটার সেখানে চীনারা এই J-17 কে হাই-আল্টিটিউড স্ট্রাইকার এয়ারক্রাফট হিসেবে তৈরি করা হচ্ছে এছাড়া এই এয়ারক্রাফট যাতে বিয়োন্ড-ভিসুয়াল এট্যাক ও করতে পাড়ে সেই ব্যপারে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। অপরদিকে রাশান SU-34 এ যেখানে মিসাইল ও বম্ব ডানায় সারিবদ্ধভাবে পড়পড় সাজিয়ে রাখা হয় সেখানে J-17 কে এমনভাবে সাজাতে চাচ্ছে চীন যাতে এটি ইন্টারনাল ভাবে সকল অস্ত্র বহন করতে পাড়ে, এতে এয়ারক্রাফট এর স্টিলথি ক্ষমতা বাড়বে।
.
♦♦♦ জিও-স্ট্রাটিজিক দিক বিবেচনায় নিলে এইধরনের লং-রেঞ্জ স্ট্রাইক এয়ারক্রাফট চীনের জন্য খুবই কর্জকারী হয়ে উঠবে এমনটাই মনে করছে সামরিকবিদ রা।
.