সুখোই সু-৭ ফাইটার বম্বার এয়ারক্রাফট।

সুখোই সু-৭ ফাইটার বম্বার এয়ারক্রাফট।


সুখোই সু-৭ ফাইটার বম্বার এয়ারক্রাফট। এদের মূলত লো ফ্লাইং ফাইটার হিসেবে ডিজাইন করা হলেও তৎকালীন সোভিয়েত এয়ারফোর্স এটির পার্ফমেন্সে সন্তুষ্ট না হওয়ার সুখোই ডিজাইন ব্যুরো একে ফাইটার বম্বার হিসেবে মডিফাই করে। এই ফাইটার বম্বার ভার্সনটি সোভিয়েতদের খুবই পছন্দ হয় এবং ষাটের দশকে এটিই হয়ে ওঠে সোভিয়েতদের প্রধান ফাইটার বম্বার। এই ফাইটার বম্বারগুলো তুলনা মূলক কিছুটা কম পে-লোড নিতে সক্ষম হলেও নিজের কাজে খুবই পারদর্শী। ১৯৭১ সালের পাক-ভারত যুদ্ধে (কেউ আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভেবে ভূল করবেন না) এর ডানায় একটি সাইডওয়াইন্ডার লেগে একটি ডানার প্রায় অর্ধেক ধ্বংস হয়ে যায়। সেই অবস্থায়ও এটি নিরাপদে বেসে ফিরে আসতে সক্ষম হয়.....
Powered by Blogger.