ইরানী CH-47C Chinook।।

ইরানী CH-47C Chinook।।

কি অবাক হলেন..! ............. ১৯৭০ এর দশকে যখন ইরান মধ্যপ্রাচ্যে একমাত্র ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র ছিলো তখন থেকে এই চিনুক হেলিকপ্টার গুলো ক্রয় করে ইরান। ১৯৭১ এর মধ্যভাগে রাজকীয় ইরানী বিমান বাহিনী ২০ টি CH-47Cs Chinook হেলিকপ্টার হাতে পায়। ১৯৭২-৭৬ সালে রাজকীয় ইরানী সেনাবাহিনী ৭০ টি CH-47Cs Chinook সার্ভিসে আনে এবং ইসলামী রেভুলেশন ঘটার আগে আরো ১১ টি CH-47Cs হাতে পায় অর্থাৎ মোট ১০১ টি CH-47Cs ইরান এর হাতে ছিলো সেই সময়। বুঝাই যাচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকার কতবড় বন্ধুরাষ্ট্র ছিলো সেই সময় ...........আর কতবড় শত্রুরাষ্ট্র হয়েছে ইসলামী রেভুলেশন হবার পড়ে................
.
কিন্তু ১৯৭৮ এ ১ টি চিনুক সোভিয়েত এয়ার স্পেসে ঢুকলে ১টি Mig-23M সেটিকে শুটডাউন করে। ১৯৮০-৮৮ সালের ইরাক-ইরান দন্দে ইরাক মোট ১১ টি CH-47C ধ্বংস করে এয়ার স্ট্রাইক ও শুটডাউন করে।
.
মজার ব্যাপার হলো ইরান তাদের প্রযুক্তি, রিভার্স ইঞ্জিনিয়ারিং দক্ষতা ও নিরলস পরিশ্রম কে কাজে লাগিয়ে আজো তাদের CH-47C এর চিনুক ফ্লিট কে অপারেশনাল রেখেছে। এমনকি তারা PANAHA তে বেশ কয়েকটি চিনুক তৈরিও করেছে। শেষ খবর জানা অব্দি ইরান এর সেনা ও বিমান বাহিনী প্রায় ৪০+ CH-47Cs Chinook অপারেশনাল রেখেছে ............
Powered by Blogger.