জেনারেল অ্যাটোমিকস এম.কিউ-৯ রিপার ইউক্যাভ।

জেনারেল অ্যাটোমিকস এম.কিউ-৯ রিপার ইউক্যাভ।
জেনারেল অ্যাটোমিকস এম.কিউ-৯ রিপার ইউক্যাভ। এদের মূলত এম.কিউ-১ প্রিডেটরকে আপগ্রেডেড ভার্সন বলা চলে। এম.কিউ-১ এর স্ট্রাইকিং ক্ষমতা থাকলেও সেটিকে মূলত তৈরী করা হয়েছিল নজরদারি করার জন্য ফলে এটির অস্ত্র বহন ক্ষমতা ছিল অত্যন্ত কম। ফলে ইউ.এস এয়ারফোর্স এমন একটি ইউ.এ.ভি সার্ভিসে আনার পরিকল্পনা করে যা বিশেষভাবে হান্টার কিলার রোলে পারদর্শী। তারই ফলশ্রুতি জন্মনেয় এই এম.কিউ-৯। এই এম.কিউ-৯ এর পূর্বের ভার্সনের তুলনায় প্রায় ১৫ গুণ অস্ত্র বহনে সক্ষম, প্রায় দ্বিগুণ গতি সম্পন্ন ও এর অপারেশনাল রেঞ্জও প্রায় দেড়গুণ বেশি.....

Powered by Blogger.