দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কম্পানি স্যামসাং এর তৈরী কে-৯ ঠান্ডার সেল্ফ প্রোপেলড আর্টিলারি।

কে-৯ ঠান্ডার সেল্ফ প্রোপেলড আর্টিলারি।

এই আর্টিলারি সিস্টেমটিকে মূলত মোবিলিটির কথা মাথায় রেখে তৈরী করা হয়েছে। বেশিরভাগ সেল্ফ প্রোপেলড আর্টিলারি সিস্টেম একটি নির্দিষ্ট জায়গায় পজিশন নিয়ে লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করে কিন্তু এদের এমন ভাবে তৈরী করা হয়েছে যাতে এরা গোলা নিক্ষেপের পর দ্রুত সেই স্থান ত্যাগ করে অন্যস্থানে পজিশন নিতে পারে। এই আর্টিলারি সিস্টেমগুলোতে ব্যবহৃত ১০০০ হর্সপাওয়ারের ইঞ্জিন দ্বারা এরা খুব সহজেই ঘন্টায় ৬৭ কিলোমিটার গতি তুলতে সক্ষম যা একে অত্যন্ত দ্রুত নিজের জায়গা পরিবর্তন করতে সাহায্য করে। এই আর্টিলারি সিস্টেমগুলোতে অটোলোডিং সিস্টেম না থাকলেও দ্রুত ফায়ার করার জন্য এক জনের বদলে দুই জন লোডার থাকে ফলে অন্যান্য ম্যানুয়ালি ফায়ারড আর্টিলারির থেকে এরা দ্রুত ফায়ার করতে সক্ষম। এটির প্রধান অস্ত্র হিসেবে একটি ১৫৫মি.মি. ৫২ ক্যালিবারের কামান রয়েছে যা সর্বোচ্চ ৫৬ কিলোমিটার দুরত্বে গোলা নিক্ষেপ করতে সক্ষম.....
Powered by Blogger.