LY-80E চীনের তৈরী ৩য় প্রজন্মের অত্যাধুনিক স্যাম সিস্টেম ।
LY-80E চীনের তৈরী ৩য় প্রজন্মের অত্যাধুনিক স্যাম সিস্টেম । |
LY-80E হচ্ছে চীনের তৈরী মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থা।এটি ৩য় প্রজন্মের অত্যাধুনিক স্যাম সিস্টেম ।সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার, বিমান বাহিনীর জন্য এই প্রতিরক্ষা ব্যাবস্থাটি ক্রয় করছে।এটি রাশিয়ান Buk-M1 ও Buk-2M স্যাম
সিস্টেম এর উপর বেসড করে প্রস্তুত করা হয়। এই LY 80E একটি মাল্টি এয়ার defense সিস্টেম হিসেবে কাজ করে।এটির রেন্জ ৬০+ কি মি। আমাদের বিমান বাহিনীর জন্য সম্ভবত ১ রেজিমেন্ট LY-80E কেনা হয়েছে।এই বছরের শেষের দিকে আমরা এটির প্রথম চালান পেতে পারি।
♦♦♦এর প্রতিটি ব্যাটারি তে থাকে ১টি solid-state S-band 3-D
passive phased-array radar ,১টি L-band radar যেটি ৮৫ কিমি এর মধ্যে একসাথে ৬ টি টার্গেট ডিটেক করতে পারে, আর ৪ টি টার্গেট কে track
করতে পারে। ৬টি ট্রান্সপোর্টার ইলেক্ট্রো
লাঞ্চারস(TELs),যার প্রতিটি ট্রাক ৩ টি করে লাঞ্চার টিউব বহন করে। LY-80E এর মিসাইল গুলি এয়ারক্রাফট এর জন্য ৬০+ কিমি পর্যন্ত অ্যাটাক পারিসিমা আর ক্রুজ মিসাইল এর জন্য এর পরিসিমা ৩০-৩৫ কিমি । HQ16A (LY-80) SAM
সিস্টেম এর জন্য আলাদা রাডার গাড়ি রয়েছে । আর এই সমস্ত কিছু বহন করে হেভি ট্রাক। গাড়ীর পিছনে একটি কমান্ড এবং কন্ট্রোল স্টেশন রয়েছে । এটির প্রতিটি মিসাইল এর গতি- ম্যাক ৩.৫+।