|
ক্রাইসলার ডিফেন্স সিস্টেমের তৈরী এম-১ আব্রামস মেইন ব্যাটল ট্যাংক। |
অনেকেই বর্তমানে সার্ভিসে থাকা ট্যাংকগুলোর মধ্যে এটিকে সবচেয়ে ভালো মানের
বলে অভিহিত করে থাকে। একে সবচেয়ে ভালো বলার পেছনে এর অনেকগুলো কারণ রয়েছে
যাদের মধ্যে এর ইঞ্জিন অন্যতম। এই ট্যাংকগুলোতে একটি ১৫০০ অশ্বশক্তির গ্যাস
টার্বাইন ইঞ্জিন লাগানো রয়েছে যা এদের প্রায় ৭০ কিলোমিটার প্রতিঘন্টার
গতিতে চালনা করতে সক্ষম। বর্তমানে যত ট্যাংক সার্ভিসে রয়েছে তাদের মধ্যে এই
আব্রামসই একমাত্র ট্যাংক যাতে গ্যাস টার্বাইন ইঞ্জিন রয়েছে।
এই গ্যাস টার্বাইন ইঞ্জিনের একটি বিশেষ সুবিধা হচ্ছে এদের যেকোন দহনক্ষম
জ্বালানী দ্বারা চালনো সম্ভব যা সাধারণ ডিজেল ইঞ্জিনে সম্ভব নয়। সাধারণ
ডিজেল ইঞ্জিন শুধুমাত্র ডিজেলে চলে কিন্তু আব্রামসের গ্যাস টার্বাইন ইঞ্জিন
জেট ফুয়েল থেকে শুরু করে রাস্তার ধারের পেট্রোল পাম্প থেকে নেওয়া যেকোন
ফুয়েল দ্বারা চলতে সক্ষম। আর মজার ব্যাপার হচ্ছে এই গ্যাস টার্বাইন
ইঞ্জিনগুলো সাধারণত হেলিকপ্টারে ব্যবহার করা হয় এবং আব্রামসে যে হানিওয়েল
এজিটি১৫০০ ইঞ্জিন ব্যাবহৃত হয়েছে তার একটি মডিফায়েড ভার্সন ব্ল্যাক হক ও
অ্যাপাচি হেলিকপ্টারের জন্যও তৈরী করা হয়েছিল যদিও শেষ পর্যন্ত সেটি
হেলিকপ্টারগুলোতে ব্যবহার করা হয়নি.....