মে.জে.শাকিল আহমেদ এর জীবনী।
মে.জে.শাকিল আহমেদ, Major General Shakil Ahmed |
বর্ডার গার্ড বাংলাদেশের তৎকালীন ডিজি ও বাংলাদেশ সেনাবাহিনীর দুই তারকা বিশিষ্ট জেনারেল ছিলেন মে.জে শাকিল আহমেদ। তার মত চৌকস আর্টিলারি
কমান্ডার বাংলাদেশের সেনাবাহিনীতে বিরল। তিনি অপারেশন ডাল- ভাত সহ
ভারতের সাথে বিভিন্নধরনের সীমান্ত জটিলতা মুক্ত করেন। তাছাড়া তিনি লন্ডনে
বাংলাদেশের হাইকমিশনের সামরিক উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। শিক্ষাজীবন
--------------------
মে.জে.শাকিল আহমেদ ১৯৭৬ সালে বাংলাদেশ আর্মিতে আর্টিলারি রেজিমেন্টে যোগদান করেন। পরবর্তীতে মালয়েশিয়া আর্মড ফোর্সের ষ্টাফ কলেজ
থেকে গ্রাজুয়েট লাভ করেন।আর আর্টিলারি কোর্স সম্পন্ন করেন ইউএস থেকে আর ডাইরেক্টিং ষ্টাফ গ্রাজুয়েট লাভ করেন বাংলাদেশ আর্মড ষ্টাফ কলেজ হতে। ২০০২
সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ হতে গ্রাজুয়েট লাভ করে মেজর জেনারেল পদবি
গ্রহণ করেন।
মিলিটারি সার্ভিস
----------------------------
মে.জে.শাকিল আহমেদ ১৯৭৬ সালে বাংলাদেশ আর্মিতে আর্টিলারি রেজিমেন্টে যোগদান করেন পরবর্তীতে ডাইরেক্টিং ষ্টাফ গ্রাজুয়েশন লাভ করলে
তাকে বাংলাদেশ রাইফেলসে বর্ডারে সেক্টর কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়।
তাছাড়া তিনি বাংলাদেশ আর্মির
আর্টিলারি স্কুলের নির্দেশক ও ফিল্ড আর্টিলারি বিগ্রেডের কমান্ডার ছিলেন। সম্মাননা
--------------
তার এ তেত্রিশ বছরের সামরিক জীবনীতে তার অসীম বীরত্ব ও সাহসিকতার জন্য দেশে
বিদেশে অনেক সম্মাননা পান যার ভিতরে
উল্লেখযোগ্য হলো
✘নিরাপত্তা পদক
✘দাবানল পদক
✘১৯৯১ সংসদ নির্বাচন পদক ✘গোল্ডেন জুবলী পদক
✘১৯৯৮ মহাপ্লাবন পদক
✘জেষ্ঠ পদক ১
মৃত্যুবরন
---------------
বিডিআর বিদ্রোহ-2009 |
২০০৯ সালে কিছু বিপথগামী বিডিআর সৈনিকদের হাতে ব্রাশফায়ারে শহীদ হোন
মেজর জেনারেল শাকিল আহমেদ।