বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত Eurocopter AS365 Dauphin দুই ইঞ্জিন বিশিষ্ট মিডিয়ম ট্রান্সপোর্ট বা ইউটিলিটি হেলিকপ্টার।

বাংলাদেশ সেনাবাহিনীর  Eurocopter AS365 Dauphin
বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহিত Eurocopter AS365 Dauphin হচ্ছে দুই ইঞ্জিন বিশিষ্ট মিডিয়ম ট্রান্সপোর্ট বা ইউটিলিটি হেলিকপ্টার। এর শক্তিশালী ২ টি Turboméca Arriel 2C turboshaft ইঞ্জিন একে প্রতি ঘন্টায় সর্বচ্চ ৩০৬ কিঃমিঃ গতিতে উড়তে সহায়তা করে। AS-365 Dauphin ১/২ জন পাইলট, সাথে ১১/১২ জন ট্রুপস বহনে সক্ষম। সর্বচ্চ ৪,৩০০ কেজি ওজন বহনে সক্ষম এই মাঝারি পরিবহণ হেলিকপ্টারের রেঞ্জ প্রায় ৮২০+ কিঃমিঃ। Dauphin ট্রুপস ডেলিভারি সহ বিভিন্ন উদ্ধারকাজে অংশ নিতেও সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনী ছাড়াও বিশ্বের অনেক দেশ এটি সামরিক ও বেসামরিক ক্ষেত্রে ব্যবহার করে থাকে,, বর্তমানে এই ধরনের ২ টি হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনী তে সংযুক্ত রয়েছে।
.
Powered by Blogger.