রাশিয়া তাদের Sukhoi SU-30SM মাল্টিরোল ফাইটার এর এক্সপোর্ট ভার্সন SU-30SME 'সিংগাপুর এয়ারশো-২০১৬' তে প্রদর্শন করেছে।

রাশিয়া Sukhoi SU-30SM মাল্টিরোল ফাইটার এর এক্সপোর্ট ভার্সন SU-30SME 'সিংগাপুর এয়ারশো-২০১৬' তে প্রদর্শন করেছে।

সুখই এর কর্মকর্তা জানায় এই প্রথম রাশান SU-30SME সিংগাপুর এয়ার শোতে বিশ্ববাজারে প্রথমবার উন্মুক্ত করা হলো। একই সূত্র আরো উল্লেখ করে, এই নুতুন ভার্সনে রাশিয়ার তৈরি নুতুন উন্নত "Avionics Suite" অফার করা হবে। সু-৩০ এর আরেক এক্সপোর্ট ভার্সন SU-30mki এর মত এই ভার্সনেও ফ্রান্সের তৈরি কোন এভিওনিক্স ইকুইপমেন্ট থাকবে না [সু-৩০ এর অন্য ভার্সন গুলোর এভিওনিক্স সুইটে ফ্রান্সের তৈরি কিছু জিনিশ ব্যবহার করা হতো]। রাশিয়ার নুতুন ডেভলপড করা যন্ত্রাংশ গুলো SU-30SME এর এভিওনিক্স সুইটে ব্যবহারের ফলে এই এয়ারক্রাফট এর কার্যকারিতা আরো বৃদ্ধি পাবে।
.
SU-30SM ফাইটার জেট টির ডিজাইন এর ফলে এটি Air Supremacy এবং Attack ground & Surface targets এ সমান পারদর্শী। এই ভার্সনের ইঞ্জিনে যুক্ত রয়েছে Controlled Thrust Vector System, যা এই ফাইটার কে Supermaneuverable করেছে। জানা গেছে এই সিস্টেম টি SME ভার্সনেও থাকছে,, এখন অব্ধি প্রকাশিত তথ্য অনুযায়ী এভিওনিক্স সুইট ছাড়া আর কোন পরিবর্তন দেখা যাচ্ছেনা SM ও SME ভার্সনের ভেতর।
.
উল্লেখিত 'সিংগাপুর এয়ার শো' তে নিযুক্ত সুখই এর ককর্মকর্তা জানায় যে দক্ষিণপূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু দেশ ইতিমধ্যেই এই মাল্টিরোল ফাইটার ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। বর্তমানে SU-30SM ভার্সন রাশান ও কাজাকিস্তান এয়ার ফোর্স ব্যবহার করে।
Powered by Blogger.