ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্সের গর্ব লকহিড মার্টিনের তৈরী এফ-২২ র‍্যাপটার।

ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্সের তৈরী এফ-২২ র‍্যাপটার

বর্তমান সময়ের ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্সের গর্ব লকহিড মার্টিনের তৈরী এফ-২২ র‍্যাপটার। এদের মূলত তৈরী করা হয়েছে এয়ার সুপিরিয়রিটি ফাইটার হিসেবে অর্থাৎ এদের মূল কাজ হচ্ছে যুদ্ধক্ষেত্রের আকাশ নিজের দখলে রাখা। কিন্তু এফ-২২ এর ক্ষেত্রে অবাক করা একটি বিষয় হচ্ছে এয়ার সুপিরিয়রিটি ফাইটার হিসেবে তৈরী করা হলেও এদের কিন্তু কোন ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র‍্যাক সিস্টেম নেই। এই ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র‍্যাক বা আইআরএসটি সেন্সর কোন বস্তু থেকে নির্গত অবলোহিত রেডিয়েশন দ্বারা প্রায় ১০০ কিলোমিটার দূর থেকেও বিমানকে ডিটেক্ট করতে পারে। আর রাডারকে যেমন স্টেলথ টেকনোলজি দ্বারা কিংবা জ্যাম করে ফাঁকি দেয়া সম্ভব এই আইআরএসটির ক্ষেত্রে তেমন কোন সম্ভাবনা নেই এছাড়াও রাডার অন রাখলে এদের থেকে নির্গত তরঙ্গ থেকে যেমন বিমানের অবস্থান নির্ণয় করা সম্ভব আইআরএসটির ক্ষেত্রে তা সম্ভব নয় এবং এইসব কারণে আধুনিক যুদ্ধক্ষেত্রে বেশিরভাগ সময়ই এদের রাডারের বিকল্প হিসেবে ব্যবহার করা সম্ভব.....
Powered by Blogger.