|
Russian aircraft carrier Admiral Kuznetsov. |
রাশান এই এয়ারক্রাফট ক্যারিয়ার টি গড় ৪১+ ফিক্সড উইং এয়ারক্রাফট বহনে
সক্ষম। বর্তমানে এই এয়ারক্রাফট ক্যারিয়ারে ১২ টি Sukhoi SU-33, ২০ টি
Mikoyan Mig-29K, ৪ টি Sukhoi SU-25 এবং ২৪ টি Kamov Ka-27 LD32, PL, PS
বহন করে।
|
Russian aircraft carrier Admiral Kuznetsov. |
পৃথিবীর অন্যান্য এয়ারক্রাফট ক্যারিয়ার এর তুলনায় এই ক্যারিয়ার কিছুটা
ভিন্ন, কারন এটি শুধুমাত্র একটা এয়ারক্রাফট ক্যারিয়ার ই নয় বরং ছোটখাটো
একটা মিসাইল ঘাটি বা যুদ্ধজাহাজ ও বটে। এই এয়ারক্রাফট ক্যারিয়ার এর
অস্ত্রসম্ভারে রয়ে
ছে,,, ৮ টি AK-630 এন্টি-এয়ারক্রাফট গান যার সাথে থাকে ২৪,০০০ রাউন্ড এমুনেশন।
|
Russian aircraft carrier Admiral Kuznetsov. |
৮ টি CADS-N-1 Kashtan CIWS যার সাথে
GatlingGun + SAM রয়েছে। ১২ টি P-700 Graint Long-range anti-ship cruise
missile, যার রেঞ্জ ৬২৫ কিঃমিঃ। ১৯২ টি 3K95 Kinzhal VLS SAM Systems
অর্থাৎ ১৯২ টি SAM. আরো রয়েছে RBU-12000 UDAV-1 ASW rocket launchers যাতে
রয়েছে ৬০ টি এন্টি-সাবমেরিন রকেট।
|
Russian aircraft carrier Admiral Kuznetsov. |
অনেকেই হয়তো বলতে পাড়েন যে মাত্র একটা বা
ছোট,,, কিন্তু আসল ব্যাপার হলো রাশানরা এয়ারক্রাফট ক্যারিয়ার কে প্রাধান্য
দেয় না বললেই চলে,,,তারা সবসময় সাবমেরিন ও ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক
মিসাইল কেই বেশি প্রাধান্য দেয়,, যার ফল সরূপ এই দুই ধরনের জিনিশে রাশানরা
আজো সেরা ।
liku us on facebook - click here