রাশিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার এ্যাডমিরাল কুজনেটসভ( Admiral Kuznetsov)


Russian aircraft carrier Admiral Kuznetsov.

রাশান এই এয়ারক্রাফট ক্যারিয়ার টি গড় ৪১+ ফিক্সড উইং এয়ারক্রাফট বহনে সক্ষম। বর্তমানে এই এয়ারক্রাফট ক্যারিয়ারে ১২ টি Sukhoi SU-33, ২০ টি Mikoyan Mig-29K, ৪ টি Sukhoi SU-25 এবং ২৪ টি Kamov Ka-27 LD32, PL, PS বহন করে।

Russian aircraft carrier Admiral Kuznetsov.
  পৃথিবীর অন্যান্য এয়ারক্রাফট ক্যারিয়ার এর তুলনায় এই ক্যারিয়ার কিছুটা ভিন্ন, কারন এটি শুধুমাত্র একটা এয়ারক্রাফট ক্যারিয়ার ই নয় বরং ছোটখাটো একটা মিসাইল ঘাটি বা যুদ্ধজাহাজ ও বটে। এই এয়ারক্রাফট ক্যারিয়ার এর অস্ত্রসম্ভারে রয়েছে,,, ৮ টি AK-630 এন্টি-এয়ারক্রাফট গান যার সাথে থাকে ২৪,০০০ রাউন্ড এমুনেশন।


Russian aircraft carrier Admiral Kuznetsov.
  ৮ টি CADS-N-1 Kashtan CIWS যার সাথে GatlingGun + SAM রয়েছে। ১২ টি P-700 Graint Long-range anti-ship cruise missile, যার রেঞ্জ ৬২৫ কিঃমিঃ। ১৯২ টি 3K95 Kinzhal VLS SAM Systems অর্থাৎ ১৯২ টি SAM. আরো রয়েছে RBU-12000 UDAV-1 ASW rocket launchers যাতে রয়েছে ৬০ টি এন্টি-সাবমেরিন রকেট।
Russian aircraft carrier Admiral Kuznetsov.

অনেকেই হয়তো বলতে পাড়েন যে মাত্র একটা বা ছোট,,, কিন্তু আসল ব্যাপার হলো রাশানরা এয়ারক্রাফট ক্যারিয়ার কে প্রাধান্য দেয় না বললেই চলে,,,তারা সবসময় সাবমেরিন ও ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কেই বেশি প্রাধান্য দেয়,, যার ফল সরূপ এই দুই ধরনের জিনিশে রাশানরা আজো সেরা ।
 

 liku us on facebook - click here
Powered by Blogger.