CIA উদ্ভাবিত 'ব্রিফকেস গান'।

 'ব্রিফকেস গান'।

CIA উদ্ভাবিত 'ব্রিফকেস গান'। হাতে বহনযোগ্য ব্রিফকেস গুলোর ভেতর MP-5 বা Uzi যাতিয় ওয়েপন্স গুলো ফিট করা হয় এবং তার বা ম্যাকানিজম এর মাধ্যমে এর ট্রিগার ব্রিফকেস এর হাতলের নিচের দিকে থাকে এবং অস্ত্র টিতে সাইলেন্সার ফিট করা থাকে একই সাথে ঠিক সোজাসুজি একটা ছোট ছিদ্র থাকে বুলেট বের হবার জন্য।
.
কোল্ডওয়ার এর সময় উদ্ভাবিত এই ওয়েপন্স গুলো গোপনীয় কোন টার্গেট কে জনসম্মুখ বা কোলাহলময় যায়গায় হত্যা করতে ব্যবহার করা হতো। আর এই ওয়েপন্স গুলো যে কেউ হ্যান্ডেল করতে পারতোনা, কারন কোমরের নিচ থেকে শট নিয়ে নির্দিষ্ট টার্গেট কে হত্যা করা অত্যান্ত কঠিন ব্যাপার।
Powered by Blogger.