বাংলাদেশ নৌ-বাহিনী।
বাংলাদেশ নৌ-বাহীনির লোগো। |
শান্তিতে সংগ্রামে সমুদ্রে দূর্জয়" এই মূলমন্ত্র কে বুকে লালন করে গড়ে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী যাত্রা শুরু করে বাংলাদেশ এর মুক্তিযুদ্ধকাল ১৯৭১ সালে। বর্তমানে এই বাহিনীর আকার ১৩০+ ছোট-বড় জাহাজ,, ১৭,০০০+ এক্টিভ পার্সোনেল এবং ৮,০০০+ রিজার্ভ পার্সোনেল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৩টি শাখার ভেতর এই বাহিনী সবচাইতে উন্নত বা আধুনিক অবস্থায় রয়েছে। যুদ্ধকালীন অবস্থায় কোষ্টগার্ড বাংলাদেশ নৌবাহিনীরর অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের ছোট-বড় জাহাজ ও ট্রুপস নিয়ে, তখন এর আকার আরো বৃদ্ধি পায়।
বাংলাদেশ নৌ-বাহিনী। |
★★★ নৌবাহিনীর বর্তমান অবস্থা বা জাহাজ সংখ্যাঃ
Ming Class Attack Submarine |
২ টি Ming Class Attack Submarine, যা এই বছর দেশে পৌঁছাবে। এগুলোকে আপগ্রেডেশন করে C-802A & C803 AShM মিসাইল ছোড়বার মত সক্ষম করা হয়েছে,আর টর্পেডো টিউব & মাইন তো আছেই।
♦♦ Improve Ulsan Class Warship বা BNS Bonggobondhu গাইডেড মিসাইল ফ্রিগেট ১ টি।
♦♦ Type-053H2 Class গাইডেড মিসাইল ফ্রিগেট ২ টি
♦♦ Type-053H1 Class গাইডেড মিসাইল ফ্রিগেট ১ টি
♦♦ Hamilton Class পেট্রল ফ্রিগেট ২ টি
♦♦ Salisbury Class পেট্রল ফ্রিগেট ১ টি
♦♦ Type-056 Stealth করভেট ওয়ারশীপ ২ টি (আরো ২ টি ২০১৭/১৮ তে আসবে আর তারপর দেশেও নির্মান করা হবে)।
♦♦ Castle Class গাইডেড মিসাইল করভেট ২ টি।
♦♦ Durjoy Class গাইডেড মিসাইল LPC ২ টি(আরো ২ টি নির্মান শুরু হয়েছে মোট ৮ টি তৈরি করা হবে)
♦♦ Meghna class LPC ৪ টি
♦♦ Padma Class OPV ৫ টি (আরো তৈরি শুরু হবে)
♦♦ অফ. পেট্রোল ভেসেলঃ-৬+ টি
♦♦ মিসাইল বোটঃ- ৯ টি
♦♦ গান বোটঃ- ৯ টি
♦♦ পেট্রোল বোটঃ- ৬ টি
♦♦ সাব.অনুসন্ধানকারী জাহাজ ASW:- ৪ টি
♦♦ ডিফেন্ডার ক্লাস বোটঃ- ১৬ টি (আরো ৩৪টি আসতিছে)
♦♦ মাইন ওয়ারফেয়ার জাহাজঃ- ৫ টি
♦♦ উভচর যুদ্ধ জাহাজঃ- ১১ টি
♦♦ প্রশিক্ষণ জাহাজঃ- ২ টি
♦♦ সহায়ক জাহাজঃ- ২৪ টি
.
♥নেভাল এভিয়েশনঃ-
♠ Dornier Do 228 MPA:-..............২ টি
♠ AW-109 SAR..............................২ টি
♠ Harbin Z-9C ASW.......৩টি( এ বছর আসবে)
★BN মিসাইল'সঃ-
♠ Otomat Mk 2 Block-IV AShM...রেঞ্জ-২২০ কি:মি:
♠ C-803 AShM...........রেঞ্জ-১৮০+ কি:মি:
♠ C-802A AShM..........রেঞ্জ-১৮০ কি:মি:
♠ C-704 AShM.............রেঞ্জ-৩৫ কি:মি:
♠ SY-1 AShM...............রেঞ্জ-১৫০ কি:মি:
♠ FM-90 SAM..............রেঞ্জ-১৫ কি:মি:
♠ A244-S Torpedo........রেঞ্জ-৬ কি:মি:
.
★ছোট আগ্নেআস্ত্র সমূহঃ-
H&K-416, M4A1, M-4, Daewoo K2 & K7, BD-08, H&K-MP5, Type-56, DShK, Accuracy International .338 Lupa Magnam, M-107, M-99, M-24, Type-92, Type-54, SIG Sauer-P226/228/229.
.
❤★★ আর বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশের গর্বের প্রতীক বাংলাদেশ নেভি সিল বা সোয়াডস/SWADS তো আছেই ................. যারা সরাসরিভাবে US Navy SEAL & S.Korean UDT থেকে প্রশিক্ষণ, অস্ত্র,ইলেক্ট্রনিক গ্যাজেট পেয়ে থাকে। এক কথায় দ:এশিয়ার সেরা ২-৩ টা স্পেশাল ফোর্স এর ভেতর একটি এটি।
.