বাংলাদেশ নৌ-বাহিনী।

বাংলাদেশ নৌ-বাহীনির লোগো।

শান্তিতে সংগ্রামে সমুদ্রে দূর্জয়" এই মূলমন্ত্র কে বুকে লালন করে গড়ে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী যাত্রা শুরু করে বাংলাদেশ এর মুক্তিযুদ্ধকাল ১৯৭১ সালে। বর্তমানে এই বাহিনীর আকার ১৩০+ ছোট-বড় জাহাজ,, ১৭,০০০+ এক্টিভ পার্সোনেল এবং ৮,০০০+ রিজার্ভ পার্সোনেল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৩টি শাখার ভেতর এই বাহিনী সবচাইতে উন্নত বা আধুনিক অবস্থায় রয়েছে। যুদ্ধকালীন অবস্থায় কোষ্টগার্ড বাংলাদেশ নৌবাহিনীরর অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের ছোট-বড় জাহাজ ও ট্রুপস নিয়ে, তখন এর আকার আরো বৃদ্ধি পায়। 

বাংলাদেশ নৌ-বাহিনী।
 
★★★ নৌবাহিনীর বর্তমান অবস্থা বা জাহাজ সংখ্যাঃ



Ming Class Attack Submarine

২ টি Ming Class Attack Submarine, যা এই বছর দেশে পৌঁছাবে। এগুলোকে আপগ্রেডেশন করে C-802A & C803 AShM মিসাইল ছোড়বার মত সক্ষম করা হয়েছে,আর টর্পেডো টিউব & মাইন তো আছেই।


Improve Ulsan Class Warship বা BNS Bonggobondhu গাইডেড মিসাইল ফ্রিগেট ১ টি।
Type-053H2 Class গাইডেড মিসাইল ফ্রিগেট ২ টি
Type-053H1 Class গাইডেড মিসাইল ফ্রিগেট ১ টি
Hamilton Class পেট্রল ফ্রিগেট ২ টি
Salisbury Class পেট্রল ফ্রিগেট ১ টি

Type-056 Stealth করভেট ওয়ারশীপ ২ টি (আরো ২ টি ২০১৭/১৮ তে আসবে আর তারপর দেশেও নির্মান করা হবে)।
Castle Class গাইডেড মিসাইল করভেট ২ টি।
Durjoy Class গাইডেড মিসাইল LPC ২ টি(আরো ২ টি নির্মান শুরু হয়েছে মোট ৮ টি তৈরি করা হবে)
Meghna class LPC ৪ টি
Padma Class OPV ৫ টি (আরো তৈরি শুরু হবে)

অফ. পেট্রোল ভেসেলঃ-৬+ টি
মিসাইল বোটঃ- ৯ টি
গান বোটঃ- ৯ টি
♦♦ পেট্রোল বোটঃ- ৬ টি
♦♦ সাব.অনুসন্ধানকারী জাহাজ ASW:- ৪ টি
♦♦ ডিফেন্ডার ক্লাস বোটঃ- ১৬ টি (আরো ৩৪টি আসতিছে)
♦♦ মাইন ওয়ারফেয়ার জাহাজঃ- ৫ টি
♦♦ উভচর যুদ্ধ জাহাজঃ- ১১ টি
♦♦ প্রশিক্ষণ জাহাজঃ- ২ টি
♦♦ সহায়ক জাহাজঃ- ২৪ টি
.
♥নেভাল এভিয়েশনঃ-
♠ Dornier Do 228 MPA:-..............২ টি
♠ AW-109 SAR..............................২ টি
♠ Harbin Z-9C ASW.......৩টি( এ বছর আসবে)

★BN মিসাইল'সঃ-

♠ Otomat Mk 2 Block-IV AShM...রেঞ্জ-২২০ কি:মি:
♠ C-803 AShM...........রেঞ্জ-১৮০+ কি:মি:
♠ C-802A AShM..........রেঞ্জ-১৮০ কি:মি:
♠ C-704 AShM.............রেঞ্জ-৩৫ কি:মি:
♠ SY-1 AShM...............রেঞ্জ-১৫০ কি:মি:
♠ FM-90 SAM..............রেঞ্জ-১৫ কি:মি:
♠ A244-S Torpedo........রেঞ্জ-৬ কি:মি:
.
★ছোট আগ্নেআস্ত্র সমূহঃ-
H&K-416, M4A1, M-4, Daewoo K2 & K7, BD-08, H&K-MP5, Type-56, DShK, Accuracy International .338 Lupa Magnam, M-107, M-99, M-24, Type-92, Type-54, SIG Sauer-P226/228/229.
.
❤★★ আর বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশের গর্বের প্রতীক বাংলাদেশ নেভি সিল বা সোয়াডস/SWADS তো আছেই ................. যারা সরাসরিভাবে US Navy SEAL & S.Korean UDT থেকে প্রশিক্ষণ, অস্ত্র,ইলেক্ট্রনিক গ্যাজেট পেয়ে থাকে। এক কথায় দ:এশিয়ার সেরা ২-৩ টা স্পেশাল ফোর্স এর ভেতর একটি এটি।

.
Powered by Blogger.