ভিম্পেল আর ৭৩ ইনফ্রারেড গাইডেড এয়ার টু এয়ার মিসাইল।

ভিম্পেল আর ৭৩ ইনফ্রারেড গাইডেড এয়ার টু এয়ার মিসাইল।
vimpel-73 infeared Gided air ti air Missile

ভিম্পেল আর-৭৩ হল সোভিয়েত ইউনিয়নের সময়ে তৈরি স্বল্প পাল্লার এয়ার টু এয়ার মিসাইল । ম্যাক ২.৫ গতির মিসাইলটি মিগ ২১,২৩,২৫,২৭,২৯,৩১,৩৫ ও সু-২৪,২৫,২৭,৩০,৩৩,৩৪,৩৫ ব্যাবহার করা হয় ।এছাড়াও জে-১০, হাল তেজাস এবং ইয়াক ১৩০ বিমানে এটি ব্যাবহার করা যায় । ভবিষ্যতে পাক-ফা বিমানে ব্যাবহার করা হবে । 
vimpel-73 infeared Gided air ti air Missile
আর-৭৩ মিসাইল মূলত তৈরি করা হয় আর-৬০ কে রিপ্লেস করতে । এটি নিয়ে কাজ শুরু হয় ১৯৭৩ সালে এবং প্রথম মিসাইলগুলো সার্ভিসে আসে ১৯৮৪ সালে । এই মিসাইলের কার্যক্রম হছে এটি তার লক্ষ্যকে সেটির তাপমাত্রা থেকে ডিটেক্ট করতে সক্ষম যাকে ইনফ্রারেড হোমিং(হিট সিকিং) বলা হয়ে থাকে । এটির সিকার(Seeker) তার টার্গেটকে ৪০ ডিগ্রি কোণে পর্যন্ত দেখতে সক্ষম । এটি এর টার্গেটকে যেকোনো দিক থেকে যেকোনো আবহাওয়ায় ভেদ করতে সক্ষম । মানে দিন হোক বা রাত, বা আবহাওয়া যত দুর্যোগপুর্ন হোক এটির ক্ষেত্রে শুধু “Fire and Forget” মূলনীতি কাজ করে । এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটিকে পাইলটের হেলমেটের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায় যার ফলে পুরনো টার্গেটিং এবং গাইডেন্স সিস্টেম মিসাইল থেকে এটি ভিন্ন ।
Powered by Blogger.