চীনের তৈরি FM-90 অল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থা(স্যাম সিষ্টেম) ।

FM-90 স্যাম সিষ্টেম
FM-90 হচ্ছে চীনের তৈরী অল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থা । বর্তমানে এটি চীনা সামরিক বাহিনিতে বহুল ব্যাবহ্রত আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থাগুলোর মধ্যে অন্যতম । FM-90 সার্ফেস টু এয়ার মিসাইল মূলত ফ্রান্সের তৈরী Crotale SAM এর কপি । ১৯৭৮-৭৯ সালে চীন ফ্রান্স থেকে কিছু Crotale SAM ক্রয় করে । এরপর তারা সেটির রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেদের তৈরী FM-90 SAM সার্ভিসে আনে ।

FM-90 স্যাম সিষ্টেম

FM-90 SAM প্রথম সার্ভিসে আসে ১৯৮৩ সালে । এরপর চীন এটিকে রপ্তানী করার সিদ্ধান্ত নেয় । বর্তমানে চীন ছাড়াও পাকিস্তান, আলজেরিয়া ও বাংলাদেশের সামরিক বাহিনিতে এটি ব্যাবহার হচ্ছে ।
FM-90 এর লেটেস্ট ভার্সন FM-90B ২০০৯ সালে সার্ভিসে আসে । একটি ৬*৬ আর্মড চ্যাসিস এর ওপর ইঙ্গেজমেন্ট রাডার ও ৪ টি মিসাইল একত্রে যুক্ত করা থাকে । একটি মিসাইলের ওজন ৮৪•৫ কেজি যাতে ১৫ কেজি ওজনের হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন (HE-FRAG) থাকে । এর আর্মর একে আর্টিলারি শেল থেকে রক্ষা করতে সক্ষম ।

FM-90 স্যাম সিষ্টেম




#‎বৈশিস্ট্যঃ‬
রেঞ্জঃ ০•৭ কিমি- ১৫ কিমি
গতিঃ ম্যাক ২•৩
গাইডেন্সঃ কমান্ড+ ইলেক্ট্রো অপটিক্যাল ট্র্যাকিং
রাডার ডিটেক্টিং রেঞ্জঃ ২৫ কিমি
রাডার ডিটেক্টিং উচ্চতাঃ ৬ kimi

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীতে ২ ব্যাটারী, সেনাবাহিনীতে ২ ব্যাটারী এবং নৌবাহিনীর জাহাজসহ অজানা সংখ্যক FM-90B ব্যাবহার হয়ে থাকে ।



like us on facebook click here
Powered by Blogger.