|
সুইডিশ অস্ত্র নির্মাতা বেফোর্সের তৈরী ৫৭ মি.মি. নেভাল গান। |
বিখ্যাত
সুইডিশ অস্ত্র নির্মাতা বেফোর্সের তৈরী ৫৭ মি.মি. নেভাল গান। সত্তরের দশকে
তৈরী এই নেভাল গানগুলোকে এখনও অন্যতম ভালো নেভাল গান হিসেবে বিবেচনা করা
হয়। এই গানগুলো সাগরে এবং আকাশে উভয় স্থানে থাকা টার্গেটকে আঘাত করতে সক্ষম
এবং এই দুই ধরণের টার্গেটকে আঘাত করতে এটি একধরণের গোলা ব্যবহার করে যা
এটির বিখ্যাত হওয়ার অন্যতম কারণ। এই গোলাগুলাতে প্রয়োজন অনুযায়ী ফিউজ সেট
করলেই এগুলো অ্যান্টি এয়ারক্রাফট রাউন্ড থেকে অ্যান্টিশিপ রাউন্ডে পরিণত হয়
ফলে দুই কাজের জন্য আলাদা অ্যামিউনিশন বহনের প্রয়োজন হয় না। এদের মূলত
অটোমেটিক রিমোর্ট কন্ট্রোল টারেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় কিন্তু
প্রয়োজন পড়লে এটিকে ম্যানুয়াল ভাবেও ব্যবহার করা সম্ভব। এই নেভাল গানগুলো
ভার্সন ভেদে প্রতি মিনিটে ২০০-২২০ রাউন্ড ফায়ার করতে সক্ষম। বাংলাদেশ
নৌবাহিনীর অফশোর পেট্রোল ভেসেল বানৌজা মধুমতিতে এই ধরণের নেভাল গান
রয়েছে.....