মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৭২০.০০ মিলিয়ন ডলার সমমূল্যের স্মার্টবোমা ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক।
স্মার্টবোমা |
মুলত সিরিয়া এবং ইরাকের চলমান ভয়াবহ সংঘর্ষ এবং এ ইস্যুতে রাশিয়ার সাথে তুরস্কের সাম্প্রতিক চরম বিরোধ ও উত্তেজনাকে কেন্দ্র করে তুরস্ক তার সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ব্যাপকভাবে অর্থ খরচ করে যাচ্ছে। এছাড়া ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সঙ্গে আংকারার উত্তেজনা ও সংঘর্ষ যখন ব্যাপক আকার ধারণ করেছে সে মুহূর্তে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এ জাতীয় অস্ত্রক্রয় চুক্তি সম্পন্ন করল।
প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে প্রথমবারের মতো ব্যাংকার বিধ্বংসী উচ্চ ক্ষমতাসম্পন্ন বিএলইউ-১০৯ স্মাটবোমা সরবরাহ করতে যাচ্ছে। আসলে বিএলইউ-১০৯ জাতীয় বোমায় ট্রাইটোনাল নামে পরিচিত প্রায় সাড়ে ৫০০ পাউন্ড বিস্ফোরক থাকে। যা ভূগর্ভে আঘাত না হানা পর্যন্ত এ বোমা বিস্ফোরিত হয় না। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই আফগান ও ইরাক যুদ্ধে অত্যন্ত সফলতার সাথে ইরাক এবং আফগানিস্তানে বিএলইউ-১০৯ স্মাটবোমা ব্যবহার করেছে এবং এ পর্যন্ত ইসরাইল সহ মাত্র কয়েকটি দেশের কাছে সরবরাহ করে।