বাংলাদেশ এয়ার ফোর্স।




বাংলাদেশ এয়ার ফোর্স।

বাংলার আকাশ রাখিব মুক্ত" এই মূলমন্ত্র কে বুকে লালন করে ১৯৭১ সালে গড়ে উঠেছিলো আমাদের সশস্ত্র বাহিনীর অংশ "বাংলাদেশ বিমান বাহিনী"। কিছু কারনে বাংলাদেশ বিমান বাহিনী অন্য দুই সশস্ত্র বাহিনীর তুলনায় বেশ পিছিয়ে পড়েছে। তবে ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার ভিতর একটি অনন্য শক্তিশালী বিমান বাহিনী তে রূপলাভ করবে আমাদের বিমান বাহিনী। FG-2030 অনুযায়ী বিমানবাহিনীতে ২০১৯,২১,২৪-৩০ সালে কয়েকটি ধাপে ৪-৫ স্কোয়াড্রন 4+th & 4++th Gen ফাইটার যুক্ত করার জোরালো সম্ভাবনা রয়েছে,,, যেগুলো Mig-29M, SU-30SME & Mig-35 হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া ২০২১-৩০ সালের ভেতর বাংলাদেশে প্রপেলার চালিত প্রশিক্ষণ বিমান ও লাইট ওয়েট ফাইটার জেট তৈরির পরিকল্পনা রয়েছে যা প্রধানমন্ত্রী ও ইতিমধ্যে জানিয়েছে। আর সেই লক্ষের গড়ে তোলা হয়েছে Bangabandhu Aeronautical Centre,, যেখানে F-7 সহ অন্যান্য এয়ারক্রাফট ও হেলিকপ্টার এর ওভারহলিং সম্পন্ন করা হচ্ছে বেশ আগে থেকেই। বর্তমানে BAF তে রয়েছে ২২,০০০+ এক্টিভ পার্সনেল যার ভেতর ১,৫০০+ পাইলট।
.


বাংলাদেশ এয়ার ফোর্স। 

বর্তমান অবস্থা :- বর্তমানে আমাদের বিমান বাহিনী তে রয়েছে...
.
রাশিয়ান Mikoyan Mig-29SE ৬টি এবং Mig-29UB ২টি মোট ৮টি Mig-29 (সবগুলোই একটিভ)।
চীনা Chengdu F-7BGI,BG,FT,MB এই ৪ ভার্সন এর মোট ৩৫-৩৬ টি(এক্টিভ এবং ভালো অবস্থায়) আছে।
রাশিয়ান Yak-130 লাইট এট্যাক + এডভান্সড জেট-ট্রেইনার ১৬টি(১১ টি দেশে বাকি ৫ টি আসবে অল্পকিছুদিনে)।
চীনা JL/K-8W লাইট এট্যাক + এডভান্সড জেট-ট্রেইনার ৯টি।
চেকা Aro L-39 জেট ট্রেইনার ৭টি।
.
আমেরিকান C-130B পরিবহণ বিমান ৪ টি, ৩ টি এক্টিভ (আরো ৪ টি অর্ডার করা আছে)।
ইউক্রেনীয় AN-32 বম্বার+পরিবহণ বিমান ৩ টি।
চেকা L-410 লাইট ট্রান্সপোর্ট+ট্রেইনার ৩টি।
.
রাশিয়ান Mil Mi-171SH লাইট এট্যাক + ট্রান্সপোর্ট হেলিকপ্টার ১১+ টি (আরো ৬/৭ টি অর্ডার করা আছে)।
রাশিয়ান Mil Mi-17 রয়েছে ২৫+ টি।
ইতালীয় AW-139 রয়েছে ২ টি।
আমেরিকান Bell-212 রয়েছে ১০ টি।
আমেরিকান Bell-206 রয়েছে ৬টি।
এছারা অজানা সংখ্যক Nanchang PT-6 প্রাইমারী ট্রেইনার রয়েছে এবং এর লেটেষ্ট ভার্সন এর বেশ কিছু অর্ডার করা আছে চীনে।


বাংলাদেশ এয়ার ফোর্স।

সার্ফেস-টু-সার্ফেস মিসাইল হিসেবে আছে FM-90 সর্ট-রেঞ্জ SAM রয়েছে। ♦ফাইটার এয়ারক্রাফট গুলোর জন্য রয়েছে Vympel R-27, 73,, PL-2,5,7,9,, LT-6,, LS-6 সহ অপ্রকাশিত অনেক মিসাইল।
.
♦বিমান বাহিনীর রয়েছে একটি অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ও উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত স্পেশাল ফোর্স "Air Force Commando" ইউনিট। যারা মূলত পাইলট রেসকিউ, হোস্টেজ রেসকিউ, বিমানঘাঁটি নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত।
 
Powered by Blogger.