সোভিয়েতদের তৈরী পৃথিবীর সবচেয়ে বড় সুপারসনিক বম্বার টুপোলভ টু-১৬০।

সুপারসনিক বম্বার টুপোলভ টু-১৬০।
এই বম্বারগুলোর সর্বপ্রথম উৎপাদন শুরু হয় ১৯৮৪ সালে কিন্তু ১৯৯১ সালে ইউনিয়ন অফ সোভিয়েত সোশালিস্ট রিপাবলিক ভেঙে যাওয়ার ফলে এদের উৎপাদন বন্ধ হয়ে যায় এবং সেসময় পর্যন্ত মাত্র ৩৫টি বিমান তৈরী করা হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ফলে তাদের সমস্ত সমরাস্ত্র নতুন তৈরী রাষ্ট্রগুলোর মধ্যে ভাগ হয়ে যায় এবং এই ৩৫টি টু-১৬০ এর মধ্যে ১৯টিই পড়ে ইউক্রেনের ভাগে আর বাকিগুলো পরে রাশিয়ার হাতে।
সুপারসনিক বম্বার টুপোলভ টু-১৬০।

কিন্তু ইউক্রেন এই বিমানগুলোকে অপারেশনাল রাখতে অক্ষম হওয়ায় ১০টি বিমান ভেঙে ফেলে এবং ৮টি বিমান রাশিয়ার কাছে বিক্রি করে দেয় আর বাকি একটি মিউজিয়াম পিস হিসেবে রেখে দেয়। বর্তমানে রাশিয়ার কাছে এধরণের ১৬টি বিমান রয়েছে যাদের মধ্যে মাত্র ১১টি অপারেশন পরিচালনা করতে সক্ষম। এই বিমানগুলোর ব্যাপারে একটি মজার তথ্য হচ্ছে এই ১৬টি বিমানের প্রত্যেকটিরই নিজস্ব নাম রয়েছে। ছবিতে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটির নাম ভ্যাসিলি সেন'কো। তিনি একজন বম্বার ন্যাভিগেটর ছিলেন এবং ন্যাভিগেটর হিসেবে তিনিই একমাত্র 'হিরো অফ দি সোভিয়েত ইউনিয়ন' পুরষ্কারটি লাভ করেছেন.....
Powered by Blogger.