চীনের তৈরিকৃত চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক ও আক্রমনাত্বক যুদ্ধবিমান- Chinese J-10 (Jian 10)
Chinese J-10 (Jian 10) |
চীনের তৈরিকৃত চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক ও
আক্রমনাত্বক যুদ্ধবিমান। Chengdu Aircraft Industry
হতে এর উন্নয়ন করা হয়। চীন এধরনের
চারশোটি এয়ারক্র্যাফট সার্ভিসে আনয়ন করার
পরিকল্পনা আছে যা চীনের আর্মি, বিমান, নৌ ও
রকেট বাহিনীতে সম্পৃক্ত করা হবে। চীনারা এটা
J-7(mig-21) ও Q-5 বদৌলতে ব্যবহার করবে। ১৯৮৮
সালে J-10 প্রগ্রাম হাতে নেওয়া হয় ১৯৯৮ সালে
সিঙ্গেল সিটের মেডেন ফ্লাইট করে ও ২০০৩
সালে এর ডাবল সিটের মেডেন ফ্লাইট করে।
Chinese J-10 (Jian 10) |
চীন দুটি ভার্সনে এয়ারক্র্যাফটি তৈরি করে এবং
আনুষ্ঠানিকভাবে ২০০৫ সালে বিমানবহরে যোগ করা হয়। চীন এধরনের বিমান সর্বপ্রথম পাকিস্তানের
কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেয় যেহেতু চীনের
সাথে পাকিস্তান JF-17 ও FC-1 এয়ারক্র্যাফট তৈরির
পরিকল্পনায় জড়িত তাছাড়া ভারত ইস্যুতে এদের
অবস্থান একই থাকার দরুনে ২০১৫ সালের ভিতরে
চীন জে-১০বি ৩৬ টি পাকিস্তানে সাপ্লাই দেবার কথা ছিলো তবে এর কোন অগ্রগতি দেখা যাচ্ছেনা। তাছাড়া
পেরু, ভেনিজুয়েলা, আর্জেন্টিনা এসব দেশ এই
বিমান ক্রয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
তবে বাংলাদেশ থেকে এই এয়ারক্র্যাফটের ক্রয়ের ব্যাপারে
সাড়াশব্দ পাওয়া গেলেও তা থেমে গেছে, কারণস্বরূপ এর ইঞ্জিন সহ নানান সমস্যার কথা জানা গিয়েছে।
Chinese J-10 (Jian 10) |
♣একনজরে এর বৈশিষ্ট্যগুলো
♦প্রস্তুতকারক : চীন
♦সার্ভিসে আসে : ২০০৫ সাল
♦দৈর্ঘ্য : ১৫.৪৯ মি
♦উচ্চতা : ৫.৪৩ মি
♦খালি অবস্থায় ওজন : ৯৭৫০ কেজি
♦লোড অবস্থায় ওজন : ১২৪০০ কেজি
♦ক্রু : ১ জন
♦গতি : ২.২ মেক
♦রেঞ্জ : ৩২০০ কি.মি
♦সার্ভিস সিলিং : ১৮০০০ মি
♦হার্ডপয়েন্ট : ১১ টি
♣ এয়ার-টু-এয়ার মিসাইলঃ-
♦PL-8
♦PL-9
♦PL-11
♦PL-12
♣এয়ার-টু-সার্ফেস মিসাইলঃ-
♦PJ-9
♦YJ-9K(জাহাজ বিধ্বংসী)