THAAD (Terminal High Altitude Area Defense) থাড তিন স্তর বিশিষ্ট আমেরিকান মিসাইল ডিফেন্স নেটওয়ার্ক।


THAAD (Terminal High Altitude Area Defense)

THAAD
(Terminal High Altitude Area Defense)
থাড হল তিন স্তর বিশিষ্ট আমেরিকান মিসাইল ডিফেন্স নেটওয়ার্কের অংশ। এটি সল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে সক্ষম। 
 
THAAD (Terminal High Altitude Area Defense)
 
থাড এর মিসাইল গুলোতে কোন বিস্ফোরক ওয়ারহেড থাকে না। এই মিসাইল কাইনেটিক এনার্জি ব্যাবহার করে। থাড এর এর মূল কার্যপদ্ধতি হল অত্যন্ত দ্রুত গতিতে সংঘর্ষে লিপ্ত হওয়া। থাডের হিট টু কিল টেকনোলজি MIM-104 Patriot PAC-3 এর মতো।যদিও pac 3তে সামান্য বিস্ফোরক থাকে যা থাডে থাকে না। এর মিসাইল গুলোর গতি ৮.২৪ ম্যাক যা সেকেন্ডে ২.৮ কি.মি.।থাড তৈরি করেছে ল্যাকহিড মার্টিন।।থাড এর রাডারটি হল বিশ্বের সবচেয়ে বড় স্থানান্তরযোগ্য এক্স ব্যান্ড রাডার।।এর এক ব্যাটারিতে ৯টি লঞ্চার ভেহিকল থাকে।প্রতিটিতে থাকে ৮টি মিসাইল।
 
THAAD (Terminal High Altitude Area Defense)
 
#Specifications:
Weight : 900 kg
Length : 6.17 m
Diameter : 34 cm
Operational range : 200 km
Speed Mach : 8.24 or 2.8 km/s
Guidance system ::Indium antimonide, Imaging Infra-Red, Seeker Head
 
Powered by Blogger.