ব্রিটেন ও ফ্রান্সের যৌথভাবে তৈরী জাগুয়ার অ্যাটাক এয়ারক্রাফট।

 জাগুয়ার অ্যাটাক এয়ারক্রাফট।


ব্রিটেন ও ফ্রান্সের যৌথভাবে তৈরী জাগুয়ার অ্যাটাক এয়ারক্রাফট। এই বিমানগুলোকে প্রথমে ভূমিতে আক্রমণের ক্ষমতাসম্পন্ন ট্রেইনার হিসেবে তৈরী করার কথা থাকলেও শেষ পর্যন্ত এগুলোকে নিউক্লিয়ার স্ট্রাইক করতে সক্ষম সুপারসনিক বিমান হিসেবে তৈরী করা হয়। নিচের ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন ছবির বিমানটিতে এর ডানার ওপরেও একটি হার্ড পয়েন্ট আছে যা সাধারণত আর কোন এয়ারক্রাফটেই দেখা যায় না, এমনকি জাগুয়ারগুলোর মধ্যেও শুধু রয়্যাল এয়ারফোর্সের বিমানগুলোতে এই ধরণের হার্ড পয়েন্ট রয়েছে.....
Powered by Blogger.