Conductor UAVs পথ প্রদর্শক ড্রোন।

Conductor UAVs
যুক্তরাষ্ট্র তাদের
টেকনোলজি কতদূর এগিয়ে নিয়ে গেছে সে সম্পর্কে ধারনা লাভ করবেন। এবার যুক্তরাষ্ট্রের টেকনিশিয়ানরা আবিষ্কার করলো পথপ্রদর্শক ড্রোন যা কিনা একহাজার মিটার হতে রিমোট কনট্রোল করা যাবে। এধরনের ড্রোন ৩৬০ ডিগ্রী এঙ্গেল পযন্ত শত্রুর গতিবিধি সম্পর্কে ধারনা তো দিবেই প্লাস পয়েন্ট সৈনিকদের জিপিএস এর মাধ্যমে নির্দেশনা দিবে কীভাবে, কোন অবস্থায়, কতজন, কী ধরনের সমরাস্ত্র দ্বারা সুসজ্জিত আর
কী বলতে গেলে শত্রুকে ঘায়েল করার
একশো একটি উপায় বলতে পারবে।

Conductor UAVs

এধরনের আধুনিকসমরাস্ত্র সঠিকভাবে ব্যবহার করতে পারলে অপারেশন তো ১০০% সফলভাবে সম্পন্ন করবে এবং যুদ্ধে ও এক মরনফাঁদ হিসেবে কাজ দিবে। এধরনের ড্রোন মরুভূমি, পাহাড়, জঙ্গলে, রাত -দিন যেকোনো পরিস্থিতিতে ঘন্টায় ৯০ কি.মি গতিতে ছুটতে সক্ষম।
সম্প্রতি যুক্তরাষ্ট্র আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের
বেশ কিছু জায়গায় তাদের নাগরিকদের
বাচাতে চোরাগুপ্তা হামলা সফলভাবে সম্পন্ন করতে পারে নি। কারণ অধিকাংশ সময়ই দূর্বৃত্ত্বরা তাদের আগমন
সম্পর্কে জেনে ফেলে এবং মার্কিনি নাগরিকদের মেরে ফেলে যা বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে আঙ্গুল তুলে প্রশ্ন করার মত ইস্যু।
 
Powered by Blogger.