|
লি-জিয়ান বা শার্প সোর্ড । |
রথমবার দেখে এটিকে পশ্চিমাদের তৈরী কোন ড্রোন ভাবাটাই স্বাভাবিক। কিন্তু
আসলে এটি চীনাদের তৈরী লি-জিয়ান বা শার্প সোর্ড কিংবা বাংলায় বললে ধারালো
তলোয়ার নামক স্টেলথ ড্রোন। এই ড্রোনগুলো বর্তমানে প্রটোটাইপ পর্যায়ে রয়েছে
এবং এদের সম্পর্কে অফিশিয়ালি বিস্তারিত ভাবে কোন তথ্য না প্রকাশিতহলেও
পশ্চিমা সামরিক বিশ্লেষকদের ধারণা এটি মার্কিন এক্স-৪৭বি কে কাউন্টার করার
জন্য তৈরী। তাদের ধারণা অনুযায়ী এর মূল কাজ হবে শত্রু নিয়ন্ত্রিত বিভিন্ন
অঞ্চলে গোপনে নজরদারি করা ও প্রয়োজনে সেসব স্থানে নিঃশব্দে আক্রমণ
চালানো.....