কালিবার রাশিয়ার তৈরী অত্যাধুনিক ক্রুজ মিসাইল।
মিসাইল নিক্ষেপ। |
কালিবার হচ্ছে রাশিয়ার তৈরী অত্যাধুনিক ক্রুজ মিসাইল।এটির ন্যাটো নেম সিজলার।এটির বিভিন্ন ভার্সন রয়েছে।সিরিয়ায় যে ভার্সন ব্যাবহার করা হয়েছে তার নাম 3M-14/3M-14T।এটির রেন্জ ২৫০০ কি মি।এটির ডিজাইন করেছে নুভাটুর ডিজাইন ব্যুরো এবং এটি প্রথম সার্ভিসে আসে ২০১২ সালে।
কালিবার |
প্রতিটি মিসাইলের ওজন ২৩০০ কেজি এবং এটি ৫০০ কেজি ওজনের কনভেনসনাল ওয়ারহেড বা নিউক্লিয়ার ওয়ারহেড বহন করে।এটির সর্বোচ্চ গতি ম্যাক ২.৯ এবং এটির সার্ভিস সিলিং ১০০০ মিটার। এটির গাইডেন্স সিস্টেম হিসাবে রয়েছে ইনারটিয়াল,টার্মিনাল আ্যাকটিভ,রাডার হোমিং বাই স্যাটালাইট,ডিএসএমইসি।রাশিয়া আইএসের বিরুদ্ধে এটি ব্যাপক হারে ব্যাবহার করেছে।রাশিয়া সিরিয়ায় ১১টি লক্ষবস্তুতে ২৬ টি কালিবার এম নিক্ষেপ করে।এবং মিসাইল গুলো সফল ভাবে টার্গেটকে হিট করে।
মিসাইল নিক্ষেপ |
মিসাইল গুলো কাস্পিয়ান সাগরে থাকা রাশিয়ান যুদ্ধ জাহাজ থেকে লান্চ করা হয় এবং এটি ইরাক, ইরানের আকাশ পথ দিয়ে প্রায় ১৫০০ কি মি পথ পাড়ি দিয়ে সফল ভাবে শত্রুুর স্থাপনা ধব্বংসস্থুপে পরিণত করে।প্রকাশিত তথ্যমতে ২৬ টি মিসাইল নিক্ষেপের কথা থাকলেও কিন্তু রাশিয়া ৬ টি মিসাইলের ভিডিও প্রকাশ করে।তছাড়া ৯ ডিসেম্বর ২০১৫ সালে কিলো ক্লাস সাবমেরিন থেকে যে মিসাইল টি সিরিয়ার উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়,ঐ মিসাইল টিও কালিবারের সাবমেরিন ভার্সন।