Shortfin Barracuda Block 1A ডিজেল ইলেক্ট্রিক এট্যাক সাবমেরিন.


Shortfin Barracuda Block 1A

আপনারা হয়তো অনেকেই জানেন যে কিছুদিন আগে ফ্রান্স রয়েল অস্ট্রেলিয়ান নৌবাহিনীর জন্য ১২টি সাবমেরিন তৈরির টেন্ডার জিতে নেয় US $36.7+ Billion বা AUD $50 Billion এ। ফ্রান্স তাদের লেটেষ্ট ডেভেলপমেন্টাল Shortfin Barracuda Class নিউক্লিয়ার এট্যাক সাবমেরিন এর ডিজেল ইলেক্ট্রিক ভার্সন Shortfin Barracuda Block 1A সম্পূর্ণ প্রযুক্তি সহো অফার করা হয়। ফ্রান্স এর Barracuda Class Sub ২০১৭ সালের আশেপাশে সার্ভিসে আসবে আর এটি যখন সার্ভিসে আসবে তখন এটি হবে পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক এট্যাক সাবমেরিন,, একই সাথে ফ্রান্স অস্ট্রেলীয় প্রতিরক্ষামন্ত্রক কে নিশ্চিত করেছে যে ২০৩০ সালে যখন এর অস্ট্রেলীয় ভার্সন Block 1A সার্ভিসে আসবে তখনকার এটি সর্বাধুনিক এট্যাক সাবমেরিন হবে,,, আর কেনই হবেনা বলেন- DCNS অর্থাৎ যারা এই কন্ট্রাক্ট পেয়েছে তাদের মূল-মটো ই "SEA THE FUTURE"... চুক্তি অনুযায়ী DCNS রয়েল অস্ট্রেলীয় নৌবাহিনীর জন্য মোট ১২ টি সাবমেরিন নির্মান করবে যা অস্ট্রেলীয় শীপিয়ার্ডে তৈরি করা হবে এবং একই সাথে ফ্রান্স সম্পূর্ণ প্রযুক্তি সরবারহ করবে অস্ট্রেলিয়ার কাছে সাথে লেটেষ্ট “Crown Jewels” স্টিলথ প্রযুক্তি ও।


Shortfin Barracuda Block 1A

  Shortfin Barracuda Block 1A ডিজেল ইলেক্ট্রিক এট্যাক সাবমেরিন টির ডিসপ্লেসমেন্ট হবে আনুমানিক ৪,৫০০+- টন, এটি ৯৭+- মিটার দৈর্ঘ্য এবং ৮+ মিটার বীম থাকবে। DCNS এই সাবমেরিন এর সমস্ত কিছু তৈরি করলেও এর ওয়েপন্স ও কম্ব্যাট সিস্টেম টি আমেরিকা সাপ্লাই করবে বলে DCNS জানিয়েছে। সব কিছু ঠিক থাকলে ২০৩০ সালে এর প্রথম সাবমেরিন সার্ভিসে প্রবেশ করবে Royal Australian Navy তে।

Like Our FaceBook Fanpage- Click Here
Powered by Blogger.