Tupolev PAK DA Stealth Bomber.

Tupolev PAK DA Stealth Bomber.


রাশিয়া এখন নতুন সাবসনিক স্ট্র্যাটেজিক স্টিলথ বম্বার তৈরি করার চিন্তা করছে যাতে তারা তাদের পুরনো Tu-95 ও T-160 বম্বারকে রিপ্লেস করতে পারে যেগুলো তারা সেই শীতল যুদ্ধের সময় থেকে ব্যাবহার করে আসছে । সেদিক থেকে PAK-DA হতে চলেছে রুশ বিমানবাহিনীর সবচেয়ে আধুনিক বম্বার যাকে যুক্তরাষ্ট্রের B-21 এর প্রতিদ্বন্দ্বী ধরা হয় । Tupolev কোম্পানির ডিজাইনকৃত PAK-DA বিমানটি অনেকটাই যুক্তরাষ্ট্রের নরথ্রপ গ্রুম্যান বি-২ স্পিরিটের মত দেখতে । তবে এই বিমান সার্ভিসে আসতে আসতে ২০২৩ পেরিয়ে যাবে এবং ধারনা করা হয় যে এতে যে প্রযুক্তি ব্যাবহার করা হবে তার কিছুটা T-50 PAK FA থেকে নেওয়া হতে পারে । ২০১৪ সালে এর প্রোটোটাইপের কাজ শুরু হয় এবং ধারনা করা হয় ২০১৯ সালে প্রথম ফ্লাইট এবং ট্রাইলের পর ২০২৩ সালে এটি রুশ বিমানবাহিনীতে যুক্ত হবে । এতে ব্যাবহার করা হবে চারটি Kuznetsov NK-32 টার্বোফ্যান ইঞ্জিন যা ইতিমধ্যেই Tu-160 তে ব্যাবহার করা হয় । এর অস্ত্রসজ্জায় থাকবে ক্রুজ মিসাইল, পরমাণু বোমা, গাইডেড বোমা ইত্যাদি ।

Tupolev PAK DA Stealth Bomber.

বৈশিষ্ট্যসমুহঃ
দৈর্ঘ্যঃ ১১৮.১১ ফুট
প্রস্থঃ ১০৩.৬৭ ফুট
উচ্চতাঃ ২২.৯৭ ফুট
ওজনঃ ৭০০০০ কেজি খালি অবস্থায়, ১৫০০০০ কেজি ফুল লোডেড অবস্থায়
সর্বোচ্চ গতিঃ ৯০০কিমি/ঘন্টা
সর্বোচ্চ দূরত্বঃ ১১৭০০ কিমিঃ
হার্ডপয়েন্টঃ হার্ডপয়েন্ট সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি । তবে ভেতরে দুটি হার্ডপয়েন্ট থাকবে ক্রুজ মিসাইল, পরমাণু বোমা, গাইডেড বোমা এবং আন গাইডেড বোমার জন্য।
Powered by Blogger.