|
Heavy Intercontinental Ballistic Missile |
বিজ্ঞান পৃথিবীর উন্নয়নে যতটা অবদান রেখেছে ঠিক ততটাই মানবসভ্যতা ধ্বংসেও
অবদান রেখে চলেছে বলা চলে। শত্রু দেশের উপর এয়ারক্রাফট ব্যাবহার করে
স্ট্রাইক এর চাইতে মিসাইল স্ট্রাইক বা অপ্রতিরোধ্য আইসিবিএম দিয়ে
নিউক্লিয়ার স্ট্রাইক করা এখন অনেকটাই নিরাপদ ও সহজ, যার ফলে পরমাণু শক্তিধর
দেশ গুলো তাদের আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল গুলোর উন্নয়ন ও নুতুন
প্রযুক্তি সম্বলিত মিসাইল সার্ভিসে আনতে প্রচেষ্টা করেই চলেছে।
|
SS-X-30 |
আর এবার সেই
প্রচেষ্টার ফল স্বরূপ রাশিয়ান ফেডারেশন, আমেরিকা বা পুরো ন্যাটোর স
বচাইতে
বড় মাথাব্যথা বা আতংকের কারন এসএস-১৮ সাতান আইসিবিএম কে রিপ্লেস করার জন্য
সার্ভিস করতে চলেছে নুতুন Heavy Intercontinental Ballistic Missile
"SS-X-30 বা RS-28 Sarmat". রাশিয়ার স্ট্রেটিজিক মিসাইল ফোর্সের কমান্ডার
Sergey Karakayev জানিয়েছেন ২০১৮ সালে Sarmat ICBM কে অপারেশনাল করা হবে।
প্রাথমিক ভাবে পূর্ব সাইবেরিয়া ও দক্ষিণ উড়ালস রিজোনের সাইলোতে মোতায়েন করা
হবে এটি। সাইলো ব্যেসড RS-28 Sarmat হেভি ইন্টারকন্টিনেন্টাল ব্যলিস্টিক
মিসাইল একটি অত্যাধুনিক মিসাইল যা সত্রুপক্ষের যে কোন মিসাইল ডিফেন্স কে
ভেদ করে যথাস্থানে হামলা করতে সক্ষম। Mach-20+ গতিবেগের সারমাট আইসিবিএম এর
রেঞ্জ ১০,০০০+ কিঃমিঃ, এবং এটি ১০ টি হেভি ওয়ারহেড অথবা ১৫+ লাইটার
ওয়ারহেড বহনে সক্ষম যার প্রতিটি ওয়ারহেড ৯-৪০ মেগাটনের হবে।