(ছবি কথা বলে) ফিলিস্তিনের প্রতিরোধী সংগঠন হামাসের মিলিটারি ওইং ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের কয়েকজন দুর্ধর্ষ নৌ কমান্ডো ।

পানির নিচে দিয়ে অ্যাটাকের জন্য আসছেন কমান্ডো।

আক্রমনের পূর্ব মহুর্তে অক্ষত ইসরায়েলি মারকভা ট্যাংক

 নৌ- কমান্ডোদের আক্রমনে বিদ্ধস্ত ইসরায়েলি মারকভা ট্যাংক
আক্রমন শেষে বীর দর্পে তীরে উঠে আসছেন নৌ-কমান্ডোরা

উপরের ছবি গুলি দেখলে অনেকেই ভাবতে পারেন এরা আমেরিকা না হয় রাশিয়ার কোন কমান্ডো গ্রুপ অপারেশনে নেমেছে । কিন্তু ভুল । ছবিতে যাদের দেখছেন তারা হচ্ছেন ফিলিস্তিনের প্রতিরোধী সংগঠন হামাসের মিলিটারি ওইং ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের কয়েকজন দুর্ধর্ষ নৌ কমান্ডো ।২০১৪ সালের যুদ্ধে তারা সমুদ্রের তলদেশ হয়ে ইজরাইলের একটি মিলিটারি বেইজ এ আঘাত হেনেছিলেন । এই আক্রমণে ইজরাইলের টহল রত গর্বিত ট্যাংক মারকভা ধংস হয়ে যায় । যদিও পরে প্রায় তারা সবাই ইজরাইলের বিমান হামলাতে শহীদ হন । তারা অল্পতে যা দেখিয়েছিলেন তাই অনেক । কারণ মাত্র পনের থেকে বিশ জন কমান্ডো মিলে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত মিলিটারি ক্যাম্পে সরাসরি আঘাত হানা মুখের কথা নয় । ছবি গুলি তাদের শরীরে লাগানো নিজেদের ক্যামেরা থেকে নেয়া । আর ঘোলা ছবি গুলি ইজরাইলের স্যাটালাইট থেকে নেয়া।

Powered by Blogger.