|
Russain Missile |
প্রসঙ্গত মিসাইল প্রযুক্তিতে আমেরিকা বা ইউরোপিয় দেশ গুলো থেকে রাশিয়া অনেক
এগিয়ে।এমনিতে তাদের বহরে রয়েছে আর-৩৬, ট্রিপল এমের মত অত্যাধুনিক
আইসিবিএম।হয়ত এমনিতে আর-৩৬ এর কথা শুনলে পেন্টাগন কর্মকর্তাদের কাপুনি শুরু
হয়ে যায়।
|
Russain R-36 Missile |
তার মধ্যে আবার রাশিয়া সার্ভিসে আনতে যাচ্ছে নতুন আইসিবিএম
সারমাত বা আরএস-২৮।এমনিতে সমরাস্ত্র তৈরীতে রাশিয়া বড় মনের মানুষ।তাদের সাবমেরিন, মিসাইল,
পারমাণবিক বোমা সব দিক দিয়ে বড় সাইজের জিনিস তাদের পছন্দ।২০০৯ সালে সারমাত
তৈরীর কাজ শুরু হয়।মূলত ৩৫ বছরের পূরাতন আর-৩৬ গুলোকে রি
প্লেস
করার জন্য সারমাত তৈরীর প্রকল্প হাতে নেওয়া হয়।পূরানো হলে কি হবে,বুড়া
দাদার অনেক দম আছে।কেনানা বুড়া দাদাকে এখুনো পর্যন্ত কেউ হারাতে পারে নাই
।২০১৮ সালের দিকে Sarmat ICBM কে অপারেশনাল করা হবে। প্রাথমিক ভাবে পূর্ব
সাইবেরিয়া ও দক্ষিণ উড়ালস রিজোনের সাইলোতে মোতায়েন করা হবে এটি। সাইলো ব্যেসড RS-28 Sarmat হেভি ইন্টারকন্টিনেন্টাল ব্যলিস্টিক মিসাইল একটি অত্যাধুনিক মিসাইল যা শত্রুপক্ষের যে কোন মিসাইল ডিফেন্স কে ভেদ করে যথাস্থানে হামলা করতে সক্ষম। Mach-20+ গতিবেগের সারমাট আইসিবিএম এর
রেঞ্জ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলে নাই।তবে প্রকাশিত তথ্য মতে ১০,০০০+
কিঃমিঃ।হয়ত ১৬ হাজার কিলোমিটারের আশে পাশে হবে।এর ধব্বংস ক্ষমতা বলতে গেলে
আকাশ চুম্বী । এটি ১০ টি হেভি ওয়ারহেড অথবা ১৫+ লাইটার ওয়ারহেড বহনে সক্ষম
এবং যার প্রতিটি ওয়ারহেড ৯-৪০ মেগাটনের হবে।এটি মোট ১০ টন পে লোড করতে
পারে।এটির উজন ১০০+ টন।পরিশেষে বলব,টেক্সাস অথবা ফ্রান্সের মত স্থানকে
মরভূমি বানাতে এরকম একটি মিসাইলই যথেষ্ট!!