ওহাইও ক্লাস নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন।

ওহাইও ক্লাস নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন
স্নায়ুযুদ্ধ এমন এক যুদ্ধ যার কারনে মানবসভ্যতা ধ্বংসের নানান অস্ত্রের উদ্ভাবন ঘটেছে। ঠিক তেমনিভাবে মার্কিন নৌবাহিনী স্ট্রেটিজিক নিউক শত্রুভূমিতে ডেলিভারি দেয়ার লক্ষে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন এর প্রয়োজনীয়তা অনুভব করে আর এই প্রয়োজনীয়তার ফলে ইউনাইটেড স্টেটস তাদের আজ অব্দি নির্মিত সর্ববৃহৎ সাবমেরিন নির্মান সম্পন্ন করে। রাশান টাইফুন ক্লাস সর্ববৃহৎ হলেও ওহাইও এর চাইতে কম অস্ত্র বহন করে আবার বোরেই ক্লাস ও আকারে ওহাইও এর থেকে ২৫% বড় হবার পড়েও কম অস্ত্র বহন করে,, যেখানে টাইফুন ও বোরেই ক্লাস সর্বচ্চ ২০ টি করে SLBM বহনে সক্ষম সেখানে ওহাইও ক্লাস ২৪ টি SLBM বহন করে। আর অনেকটা এই কারনে অনেকে মজা করে বলে "আপনি একটি পিজা অর্ডার করে তার ডেলিভারি পাবার আগে ওহাইও ক্লাস তার নিউক ডেলিভারি করে একটা পুরো দেশ ধ্বংস করতে সক্ষম।

জেনারেল ডাইনামিকস ইলেক্ট্রিক বোট কর্তৃক নির্মিত ওহাইও ক্লাস নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন সম্পর্কে একটা তথ্য হয়তো অনেকেই জানেনা যে এর দুইটি ভার্সন আছে,, আর অস্ত্রের ভিন্নতা ছাড়া এর দুই ভার্সনে তেমন কোন পার্থক্য নেই। ওহাইও ক্লাস এর একটি ভার্সন SSBN বা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যা মূলত ২৪ টি Trident- l & ll SLBM বহন করে এবং অপর ভার্সনটটি SSGN বা গাইডেড মিসাইল সাবমেরিন, যা এর ২২ টি VLS টিউবে মোট ১৫৪ টি Tomahawk Cruise Missiles বহন করে। এছাড়াও উভয় ভার্সনে ৪ টি করে Mark-48 টর্পেডো টিউব রয়েছে।
Powered by Blogger.