ওহাইও ক্লাস নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন।
ওহাইও ক্লাস নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন |
জেনারেল ডাইনামিকস ইলেক্ট্রিক বোট কর্তৃক নির্মিত ওহাইও ক্লাস নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন সম্পর্কে একটা তথ্য হয়তো অনেকেই জানেনা যে এর দুইটি ভার্সন আছে,, আর অস্ত্রের ভিন্নতা ছাড়া এর দুই ভার্সনে তেমন কোন পার্থক্য নেই। ওহাইও ক্লাস এর একটি ভার্সন SSBN বা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যা মূলত ২৪ টি Trident- l & ll SLBM বহন করে এবং অপর ভার্সনটটি SSGN বা গাইডেড মিসাইল সাবমেরিন, যা এর ২২ টি VLS টিউবে মোট ১৫৪ টি Tomahawk Cruise Missiles বহন করে। এছাড়াও উভয় ভার্সনে ৪ টি করে Mark-48 টর্পেডো টিউব রয়েছে।