সাবেক সোভিয়েত ইউনিয়নের সেই ২৪০+ নিউক্লিয়ার সাবমেরিনের বর্তমান অবস্থা।

Soviet Union Nucleare Submarine
সাবেক সোভিয়েত ইউনিয়ন ঙেঙ্গে যাওয়ার আগে তাদের কাছে মোট ২৪০+ নিউক্লিয়ার সাবমেরিন ছিল। যা সে সময় তখনকার বিশ্বের অন্য সব দেশের মিলিত নিউক্লিয়ার সাবমেরিন সংখ্যার ছেয়েও বেশি ছিল। আর সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পর রাশিয়া মোট ১৭০ টা নিউক্লিয়ার সাবমেরিন উত্তরাধিকার সূত্রে পায়। কিন্তুু বাজেটের অভাব, আমেরিকার চাপ এবং আমেরিকা ভক্ত প্রেসিডেন্ট ক্ষমতায় থাকার কারনে বেশিরভাগ সাবমেরিন চালু অবস্থায় থাকার পরও বন্ধ করে দেওয়া হয়। অনেক সাবমেরিন ভেঙ্গেও ফেলা হয়। ভাঙ্গার জন্য আমেরিকা আবার টাকাও দিতো রাশিয়াকে। পরে পুতিন সরকার রাশিয়াতে ক্ষমতায় আসার পর বন্ধ হওয়া বেশকিছু সাবমেরিন আবার নতুন করে চালু করা হয়। তবে তার সংখ্যা বা তথ্য নিয়ে সমস্যা আছে। তাছাড়া এখন নতুন করে অনেক সাবমেরিন তৈরি কাজও চলছে। তবে রাশিয়া তাদের বন্ধ হয়ে যাওয়া পুরাতন সাবমেরিন গুলো সেই সময় কোন দেশের কাছে বিক্রি করে নাই। কারন, এতে তাদের সাবমেরিন এর সব জটিল গোপনীয় প্রযুক্তি অন্য দেশের হাতে প্রচার বা চলে যেতে পারে এই ভেবে। এবং বর্তমানে রাশিয়ান নেভির নিউক্লিয়ার সাবমেরিন এর সব মিলিয়ে সংখ্যা প্রায় ৫০+। নিচের ছবি গুলো সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর রাশিয়া তাদের যে সব সাবমেরিন গুলো অবসর এ পাঠিয়ে দেয় তাদের কিছু সাবমেরিন এর ছবি। 

Soviet Union Nucleare Submarine

Soviet Union Nucleare Submarine

Soviet Union Nucleare Submarine

Soviet Union Nucleare Submarine
 
Soviet Union Nucleare Submarine




 এক সময়কার এই দামী এবং আধুনিক শত্তিশালী সাবমেরিন গুলো এখন অযত্ন আর অবহেলায় সাবমেরিন "গণকবরখানায়" পড়ে আছে ভাঙ্গারী দ্রব্য হিসেবে।

Powered by Blogger.