ইউএস এয়ার ফোর্সের ভয়ংকর AH-64 Apache হেলিকপ্টার।

Us Army AH-64 Apache Helicoptor

Us Army AH-64 Apache Helicoptor

Us Army AH-64 Apache Helicoptor
যুদ্ধক্ষেত্রে যে একটি হেলিকপ্টার কতখানি ভয়ংকর
উঠতে পারে, তা এই হেলিকপ্টারটি না দেখলে বোঝা
মুশকিল! ইউ. এস. আর্মির ব্যবহৃত এই AH-64 Apache
হেলিকপ্টারটি সর্বকালের সর্বসেরা যুদ্ধাস্ত্র
হিসেবে বিবেচিত হয়। অ্যাটাকিং হেলিকপ্টারের
রোল পালনকারী এই হেলিকপ্টারটি একসাথে ১৬টি
অ্যান্টি-ট্যাংক মিসাইল ছুঁড়তে সক্ষম। তার
পাশাপাশি মিনিটে ৭০টি রকেট ও ৩০ মিমি
মেশিনগান এটিকে একটি ভয়ংকর মারণাস্ত্র হিসেবে
গড়ে তুলেছে। যেকোন পরিস্থিতে, যে কোন পরিবেশে,
হোক তা ধূ ধূ মরুভূমি কিংবা কনকনে বরফশীতল পাহাড়,
এই হেলিকপ্টার আক্রমণ চালাতে পারে অত্যন্ত
সাবলীল ভাবে। নির্ভূলভাবে লক্ষ্যভেদ করে শত্রুকে
নির্মূল করতে পারে। বলা হয় একটি AH-64 Apache
হেলিকপ্টার একসাথে দশটি ট্যাংকের বিরুদ্ধে যুদ্ধ
করে জিততে সক্ষম। যদিও এটি বিশ্বের দ্রুততম
হেলিকপ্টার নয়, তারপরও এই হেলিকপ্টারটি ঘন্টায়
সর্বোচ্চ ৩২০ মাইল ছুটতে সক্ষম! বহুল আলোচিত
অপারেশন ডেজার্ট স্টর্ম ও অপারেশন ইরাকী ফ্রিডম
এ এই হেলিকপ্টার সাফল্য অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ
ভূমিকা রেখেছিল।
Powered by Blogger.