জঙ্গি বিমানের জরুরি ইজেকশন সীট।

ইজেকশন সীট
ইজেকশন সীট থেকে ইজেশানের দৃশ্য
ইজেকশন সীট

ইজেকশন সীট থেকে ইজেশানের দৃশ্য
একজন পাইলট যখন তার এয়ারক্রাফট টি নিয়ে আকাশে উড্ডয়ন করে তখন তার সবচাইতে বড় বন্ধু হয় তার এয়ারক্রাফট, সে জেনো এক অবিচ্ছেদ্য অংশ তার শরীরের। আর এই অংশটি যখন পাইলট এর সাথ ছেড়ে দেয় তখন সবচাইতে বড় বন্ধু হয়ে দ্বারায় তার ইজেকশন সীট এবং সেই সীটে যুক্ত থাকা প্যাড়াশুট। একজন পাইলট তার চেষ্টার শেষ বিন্দু দিয়েও যখন তার এয়ারক্রাফট টিকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয় ঠিক তখন ই সে তার জীবন রক্ষার্থে ইজেকশন হ্যান্ডেল টেনে ধরে আর কখনো কখনো এই সীট ইজেক্ট করেনা তার বিনিমেয় ঝড়ে পড়ে মহামূল্যবান একটি/দুইটি প্রান।

এই ইজেকশন সীটের কারণে বাংলাদেশ বিমান বাহিনীর কত দক্ষ পাইলটের প্রাণ অকালে ঝড়ে পড়েছে তার সঠিক হিসাব সাধারণ মানুষের জানার বাহিরে। উন্নত দেশ গুলোতে এয়ারক্রাফট এর পাশাপাশি উন্নত ইজেকশন সীটেও সমান অগ্রাধিকার দেয় তবে অনুন্নত বা সল্পন্নত দেশ গুলো খুব একটা এই বিষয়ে ভাবেনা বা ভাবার সুযোগ থাকেনা বাজেট অভাবে .............
Powered by Blogger.