রাশিয়ার হেলিকপ্টার ক্যারিয়ার।

রাশিয়ার হেলিকপ্টার ক্যারিয়ার।

রাশিয়া নতুন হেলিকপ্টার ক্যারিয়ার তৈরী করছে যা ফ্রেঞ্চ মিস্ট্রাল ক্লাস হেলিকপ্টার ক্যারিয়ার/ অ্যাম্ফিবিয়ান অ্যাসল্ট শিপ থেকে বড় ও শক্তিশালী
হবে।

রাশিয়ার হেলিকপ্টার ক্যারিয়ার।
 রাশিয়ার ক্রিলভ স্টেট রিসার্চ সেন্টার 'লাভিনা' নামক এই হেলিকপ্টার ক্যারিয়ারটির ডিজাইন করেছে। এটির ওয়াটার ডিসপ্লেসমেন্ট হবে ২৪ হাজার
টনের বেশি, যা মিস্ট্রাল ক্লাস থেকে প্রায় তিন হাজার টনের চেয়ে বেশি হবে। এই ক্যারিয়ারটিতে সেমি-ট্রাইম্যারাং টাইপ হবে এবং ৩২০ জন ক্রু নিয়ে ২২ নট গতিতে একটানা ৫
হাজার মাইল চলতে সক্ষম হবে। এছাড়াও এতে ৫০০ জন ট্রুপস কিংবা ৫০+ টি হেভি আর্মার্ড ভেহিকল বহন করার ব্যবস্থা থাকবে। এতে কতটি হেলিকপ্টার রাখার ব্যবস্থা থাকবে তা অফিশিয়ালি জানানো হয়নি।

 
রাশিয়ার হেলিকপ্টার ক্যারিয়ার।

তবে আর্মি-২০১৫ মিলিটারি এক্সপোতে প্রদর্শিত মডেলটিতে মিস্ট্রাল ক্লাসের ছয়টি ল্যান্ডিং স্পটের তুলনায় আটটি হেলিকপ্টার ল্যান্ডিং স্পট রয়েছে। আশা করা হচ্ছে ২০২০-২০২২ সালের মধ্যে এধরণের হেলিকপ্টার ক্যারিয়ার সার্ভিসে আসবে..... 
Powered by Blogger.